পশ্চিমবঙ্গ

west bengal

Sonali Phogat case সোনালি ফোগতের রহস্যমৃত্যুতে আটক মাদক পাচারকারী

By

Published : Aug 27, 2022, 1:30 PM IST

Updated : Aug 27, 2022, 3:22 PM IST

বিজেপি (BJP) নেত্রী সোনালি ফোগত (Sonali Phogat) রহস্যমৃত্যুর ঘটনায় আগেই দু’জনকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ ৷ এবার আটক করা হল এক মাদক পাচারকারীকে (Drug Peddler) ৷ পুলিশের অনুমান, এই পাচারকারীর থেকেই ড্রাগ নিয়েছিল গ্রেফতার হওয়া দু’জন ৷ সেই ড্রাগই দেওয়া হয়েছিল সোনালিকে ৷

goa-police-detain-suspected-drug-peddler-in-sonali-phogat-case
Sonali Phogat case সোনালি ফোগাট রহস্যমৃত্যুতে আটক মাদক পাচারকারী

পানাজি (গোয়া), 27 অগস্ট : বিজেপি (BJP) নেত্রী সোনালি ফোগতের (Sonali Phogat) রহস্যমৃত্যুর ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে ৷ গোয়া পুলিশের (Goa Police) তরফ থেকে তেমনই তথ্য মিলেছে ৷ এর আগে দু’জনকে গ্রেফতার করে পুলিশ ৷ শনিবার যাকে আটক করা হয়েছে, সে ওই দু’জন অভিযুক্তকে মাদক সরবরাহ করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ৷ সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্যই ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে গোয়া পুলিশের তরফ থেকে জানা গিয়েছে ৷

গোয়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় অজুনা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ তার নাম দত্তাপ্রসাদ গোয়ানকর ৷ পুলিশের সন্দেহ দত্তাপ্রসাদ আসলে মাদক পাচারকারী (Drug Peddler) ৷ ওই আধিকারিকের দাবি, ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত দু’জন জেরায় দত্তাপ্রসাদের থেকে মাদক কেনার কথা জানিয়েছে ৷ তার পরই তাকে আটক করা হয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সোনালি ফোগত সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিয়ো পোস্ট করার জন্য বিখ্যাত ৷ তিনি হরিয়ানার মেয়ে ৷ বেশ কিছু সিনেমাতেও তিনি অভিনয় করেছেন ৷ একটি রিয়ালিটি শো-তেও তাঁকে দেখা গিয়েছিল ৷ রাজনীতিতে কংগ্রেস (Congress) হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ৷

বছর বিয়াল্লিশের এই নেত্রীকে গত 23 অগস্ট সকালে উত্তর গোয়া জেলার অজুনার সেন্ট অ্যান্টনি হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় আনা হয় ৷ চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে ৷ তিনি স্থানীয় একটি হোটেলে উঠেছিলেন ৷ তাঁর সঙ্গে সুধীর সাগওয়ান এবং সুখবিন্দর সিং নামে দু’জন ছিলেন ৷

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে 22 তারিখ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই হোটেলে পার্টি করছিলেন ৷ পুলিশের সন্দেহ, সেই সময় সুধীর ও সুখবিন্দর জোর করে ড্রাগ মিশ্রিত পানীয় সোনালিকে খাওয়ান ৷ তার পরই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় সোনালির ৷ শুক্রবার সুধীর ও সুখবিন্দরকে গ্রেফতার করে পুলিশ ৷

প্রশ্ন উঠছে, যদি সোনালিকে খুন করা হয়ে থাকে, তাহলে তার কারণ কী ? পুলিশের প্রাথমিক সন্দেহ, আর্থিক কারণেই খুন করা হয়েছে সোনালি ৷ কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে পুলিশ মুখ খুলতে চাইছে না ৷ ফলে আসলে ঘটনাটি ঠিক কী, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন :প্রয়াত বিগবস খ্যাত বিজেপি নেত্রী সোনালি ফোগট, বয়স হয়েছিল 41

Last Updated : Aug 27, 2022, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details