পানাজি (গোয়া), 27 অগস্ট : বিজেপি (BJP) নেত্রী সোনালি ফোগতের (Sonali Phogat) রহস্যমৃত্যুর ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে ৷ গোয়া পুলিশের (Goa Police) তরফ থেকে তেমনই তথ্য মিলেছে ৷ এর আগে দু’জনকে গ্রেফতার করে পুলিশ ৷ শনিবার যাকে আটক করা হয়েছে, সে ওই দু’জন অভিযুক্তকে মাদক সরবরাহ করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ৷ সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্যই ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে গোয়া পুলিশের তরফ থেকে জানা গিয়েছে ৷
গোয়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় অজুনা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ তার নাম দত্তাপ্রসাদ গোয়ানকর ৷ পুলিশের সন্দেহ দত্তাপ্রসাদ আসলে মাদক পাচারকারী (Drug Peddler) ৷ ওই আধিকারিকের দাবি, ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত দু’জন জেরায় দত্তাপ্রসাদের থেকে মাদক কেনার কথা জানিয়েছে ৷ তার পরই তাকে আটক করা হয় ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সোনালি ফোগত সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিয়ো পোস্ট করার জন্য বিখ্যাত ৷ তিনি হরিয়ানার মেয়ে ৷ বেশ কিছু সিনেমাতেও তিনি অভিনয় করেছেন ৷ একটি রিয়ালিটি শো-তেও তাঁকে দেখা গিয়েছিল ৷ রাজনীতিতে কংগ্রেস (Congress) হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ৷