পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coromandel Express Accident: বাতিল নয়া বন্দে ভারতের উদ্বোধন, পিছল বিজেপি সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠান

ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে বাতিল করে দেওয়া হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠান ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভার্চুয়ালি এর ফ্ল্যাগ-অফ করতেন ৷ কিন্তু, সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷

Coromandel Express Accident ETV BHARAT
Coromandel Express Accident

By

Published : Jun 3, 2023, 11:50 AM IST

নয়াদিল্লি, 3 জুন: বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জেরে বাতিল করা হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ৷ শনিবার গোয়া-মুম্বই নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু, শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কারণে রেলমন্ত্রকের তরফে নয়া বন্দে ভারত উদ্বোধনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে এদিন বিজেপির দীনদয়াল উপাধ্যায় রোডের কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানও আজকের মতো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

আজ দিল্লি থেকে ভার্চুয়ালি গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ-অফ করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ৷ তার জন্য বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, রেলের আধিকারিকরা অধিকাংশই এই মুহূর্তে ওড়িশার ভয়াবহ দুর্ঘটনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন ৷ তাঁরা সকলেই উদ্ধারকাজ ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যস্ত ৷ সেই কারণে প্রস্তাবিত গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠান বাতিল করা হচ্ছে ৷

আরও পড়ুন:ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238, ওড়িশায় একদিনের শোক

গোয়ার মদগাওঁ স্টেশনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে দিল্লি থেকে রেলের আধিকারিকদের হাজির থাকার কথা ছিল ৷ পাশাপাশি, পশ্চিম রেলের সব আধিকারিকরা উপস্থিত থাকতেন ৷ দিল্লি থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বন্দে ভারতের যাত্রার সূচনা করতেন ৷ কিন্তু, বালাসোরে ট্রেন দুর্ঘটনায় কয়েকশো প্রাণহানি এবং প্রায় হাজারের কাছাকাছি আহতের ঘটনায় এই অনুষ্ঠান বাতিল করা হল ৷

আরও পড়ুন:দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী, তদন্তের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি

তবে, শুধু রেলের অনুষ্ঠান নয় ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেশের সর্বত্র তাঁদের সবরকম অনুষ্ঠান ও অন্যান্য সব কর্মসূচি বাতিল করেছে ৷ আর সবচেয়ে বড় যে অনুষ্ঠান বাতিল করা হয়েছে সেটি হল, বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মোদি সরকারের নবম বর্ষপূর্তি সাফল্য উদযাপন ৷ এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একটি টুইট করে এ কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন:বালাসোরের দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কথা রেলমন্ত্রীর সঙ্গে

তিনি টুইটারে লেখেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া রেল দুর্ঘটনা খুবই দুঃখের এবং শোকগ্রস্ত করে দেওয়ার মতো ৷ এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনার কারণে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকারের নবম বর্ষপূর্তির অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করলাম ৷ পাশাপাশি, দেশের সর্বত্র আয়োজিত আমাদের কর্মসূচিকে বাতিল করা হল ৷’’ একইসঙ্গে রেল দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন জে পি নাড্ডা ৷

ABOUT THE AUTHOR

...view details