পানাজি, 27 সেপ্টেম্বর: গোয়ায় কি ধীরে ধীরে শক্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC) ? গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা লুইজিনহো ফালেরিও (Luizinho Faleiro) 40 বছরের রাজনৈতিক প্রতীক ছেড়ে বেরিয়ে এসেছেন ৷ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে জোর খবর ৷ এরই মধ্যে গোয়ার আর এক প্রাক্তন বিধায়ক জানিয়ে দিলেন যে, তিনি তৃণমূল মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) দলে যোগ দিচ্ছেন ৷
মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (Maharashtrawadi Gomantak Party) প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদার (Lavu Mamlatdar) সোমবার জানিয়েছেন যে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন ৷ 2022 সালের গোয়া বিধানসভা নির্বাচনে তিনি মাদকাইম থেকে লড়তে ইচ্ছুক ৷ এমজিপি প্রধান সুদিন ধাভালিকরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিধানসভা কেন্দ্র ৷
আরও পড়ুন:Luizinho Faleiro : আজই কি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ?
প্রাক্তন পুলিশ আধিকারিক লাভু মামলাতদার 2012 ও 2017 সালে পন্ডা বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি ছিলেন ৷ 1 সেপ্টেম্বর থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চালাচালি করছিলেন বলে জানা গিয়েছে ৷ গত কয়েকদিনের আলোচনা ফলপ্রসূ হওয়ায় তিনি ঘাসফুলে যোগ দিতে সম্মত হয়েছেন ৷ মঙ্গলবার তিনি কলকাতায় এসে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেবেন বলে খবর ৷