পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 7, 2021, 1:33 PM IST

Updated : Dec 7, 2021, 7:08 PM IST

ETV Bharat / bharat

Goa Congress MLA Resigns : গোয়ায় কংগ্রেসের ফের ধাক্কা, বিধায়ক পদ থেকে ইস্তফা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

ইস্তফা দিলেন কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক (Goa Congress MLA Resigns) ৷

Goa Congress MLA Resign
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

পানাজি, 7 ডিসেম্বর :গোয়া নির্বাচনের আগে ফের ধাক্কা কংগ্রেসে ৷ দলীয় বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক মঙ্গলবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন (Goa Congress MLA Resigns) ৷

অক্টোবরে গোয়ার কংগ্রেসের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো বিধায়ক পদ থেকে পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল-কংগ্রেসে যোগদান করেন ৷ মঙ্গলবার রবি নায়েকের পদত্যাগের ফলে 40 সদস্যের গোয়া বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে তিন হল ৷ মঙ্গলবার বিধানসভার স্পিকার রাজেশ পাটনেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রবি ৷ এদিন সঙ্গে তাঁর দুই ছেলেও ছিলেন, যাঁরা গত বছর বিজেপিতে যোগ দেন ৷

পদত্যাগপত্র জমা দিয়ে নায়েক সাংবাদিকদের বলেন, "আমি পদত্যাগ করেছি ৷ আমার পরবর্তী পদক্ষেপ কী হবে তা আপনাদের জানাব ৷" তবে সূত্র মারফত জানা যাচ্ছে, গোয়া নির্বাচনের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে খুব শীঘ্রই তিনি বিজেপিতে যোগ দেবেন ৷

আরও পড়ুন :TMC skips opposition meet : শীতকালীন অধিবেশনের আগে বিরোধী ঐক্যে চিড়, কংগ্রেসের ডাকা বৈঠকে নেই তৃণমূল-পাওয়ার

ছোট ছেলে রায় নায়েক জানান, ইতিমধ্যেই তিনি বাবাকে বিজেপিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন ৷ 2017 রাজ্য বিধানসভা নির্বাচনে 17টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কংগ্রেস ৷ কিন্তু13টি আসন জিতে কিছু আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠন করে সরকার গড়ে বিজেপি ৷ এরপরই বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন ৷

2017 নির্বাচনের পর বিধায়ক বিশ্বজিৎ রানে প্রথম কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন ও উপনির্বাচনে জয়লাভ করেন ৷ বর্তমানে তিনি গোয়ার স্বাস্থ্যমন্ত্রী ৷ রানে কংগ্রেস থেকে পদত্যাগ করার পরপরই আরও দুই কংগ্রেস বিধায়ক সুভাষ শিরোদকর ও দয়ানন্দ সোপ্তে বিজেপিতে যোগ দেওয়ার জন্য কংগ্রেস ত্যাগ করেন ৷ দু‘জনই 2019 সালের মে মাসের উপনির্বাচনে জয়লাভ করেন ৷

গোয়া কংগ্রেসে সবচেয়ে বড় ধাক্কা আসে 2019 সালের জুলাইয়ে ৷ যখন 10 জন বিধায়কের একটি দল বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকরের নেতৃত্বে কংগ্রেস ছাড়েন ৷ কাভলেকর বর্তমানে প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বাধীন রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ বর্তমানে গোয়ায় কংগ্রেসের মাত্র তিনজন বিধায়ক রয়েছেন ৷ বিরোধীদলের নেতা দিগম্বর কামাত সঙ্গে অ্যালেইক্সো রেজিনাল্ডো এবং প্রতাপসিং রানে কংগ্রেসে রয়েছেন ৷

আরও পড়ুন :TMC-MGP Alliance in Goa : বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় এমজিপির সঙ্গে গাঁটছড়া তৃণমূলের

Last Updated : Dec 7, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details