পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

World Ayurveda Congress: 'আয়ুর্বেদকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মোদি', দাবি গোয়ার মুখ্যমন্ত্রীর

পানাজিতে (Panaji) আয়োজিত হল নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস (9th World Ayurveda Congress) ৷ সেই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত (Pramod Sawant) ৷

Goa CM Pramod Sawant praises Narendra Modi during 9th World Ayurveda Congress in Panaji
World Ayurveda Congress: 'আয়ুর্বেদকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মোদি', দাবি গোয়ার মুখ্যমন্ত্রীর

By

Published : Dec 11, 2022, 9:28 PM IST

পানাজি, 11 ডিসেম্বর: আয়ুর্বেদ নিয়ে চর্চা ও গবেষণা আরও বাড়াতে উদ্যোগী হল কেন্দ্র ৷ রবিবার তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউটের (National Ayush Institutes) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এদিন আয়ুষ মন্ত্রকের (Ministry of Ayush) তরফে নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস (9th World Ayurveda Congress) আয়োজন করা হয় ৷ বিজেপি-শাসিত গোয়ার (Goa) পানাজিতে (Panaji) আয়োজিত এই কর্মসূচিতে আয়ুর্বেদের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেন বিশেষজ্ঞরা ৷ কীভাবে সুস্থ জীবন পেতে আয়ুর্বেদকে ব্যবহার করতে হবে, সেই সম্পর্কে দিশা দেখান তাঁরা ৷

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত (Pramod Sawant) ৷ তিনি বলেন, আয়ুর্বেদকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মোদি ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শীঘ্রই রাজ্য়ে আলাদা করে আয়ুষ দফতর প্রতিষ্ঠা করা হবে ৷ রাজ্যের আয়ুর্বেদ চিকিৎসকদের স্বার্থেই এই পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন:ভারতে আয়ুর্বেদ চিকিৎসার সুবিধা পেতে বিশেষ আয়ুষ ভিসা, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, এদিন যে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন মোদি করেন, সেগুলি হল, গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, গাজিয়াবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন এবং দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্য়াথি ৷

আয়ুষ মন্ত্রকের দাবি, নয়া তিন শিক্ষা প্রতিষ্ঠান ভারতের আয়ুর্বেদ সংক্রান্ত গবেষণার ভিত আরও পোক্ত করবে ৷ আন্তর্জাতিক বাজারে আয়ুর্বেদিক ওষুধের কদর বাড়াবে ৷ সর্বোপরি অনেক বেশি মানুষের কাছে আয়ুর্বেদ চিকিৎসার পরিষেবা সহজে পৌঁছে দেওয়া যাবে ৷ মন্ত্রকের পেশ করা হিসাব বলছে, সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানে আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে পড়াশোনা করার জন্য অতিরিক্ত 400টি আসন তৈরি করা হবে ৷ সেখানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা ৷ এছাড়াও, রোগী ভর্তির জন্য অতিরিক্ত 550টি শয্যা থাকবে এই তিন প্রতিষ্ঠানে ৷

ABOUT THE AUTHOR

...view details