মুম্বই, 2 মে: তীব্র তহবিল সংকট দেখা দিয়েছে সস্তার বিমান সংস্থা গো ফার্স্টের ৷ সেই কারণে অস্থায়ী ভাবে দু দিন এই সংস্থার সব উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ ভবিষ্যতের কথা ভেবে মাথায় হাত পড়েছে কর্মীদের ৷
তীব্র আর্থিক সংকটের মধ্যেই আগামী 3 ও 4 মে অস্থায়ী ভাবে সব উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন গো ফার্স্ট ৷ এই বিমান সংস্থার প্রধান কৌশিক খোনা মঙ্গলবার এ কথা জানিয়েছেন । গো ফার্স্টের 5,000 এরও বেশি কর্মী রয়েছে । এরই পাশাপাশি এই বাজেট ক্যারিয়ার দিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-র কাছে স্বেচ্ছায় দেউলিয়াত্ব সমাধানের প্রক্রিয়ার জন্য একটি আবেদনও দাখিল করেছে এই সংস্থা ।
সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, কৌশিক খোনা জানান যে, প্র্যাট অ্যান্ড হুইটনি (পিএন্ডডব্লিউ) ইঞ্জিন সরবরাহ না করার কারণে বিমান সংস্থাটি 28টি বিমানকে গ্রাউন্ডেড করেছে, যা তার বহরের অর্ধেকেরও বেশি । এর ফলে তীব্র তহবিল সংকট দেখা দিয়েছে ।