পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Go First Flight উড়ানের একঘণ্টা পরেই বাজল বিপদঘণ্টা, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ গো ফার্স্টের বিমানের

92 জন যাত্রী নিয়ে কোয়েম্বাটোর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ টেকঅফের এক ঘণ্টা পরেই ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার বিপদঘণ্টা বেজে ওঠে । সঙ্গে সঙ্গে আপৎকালীন অবতরণ করেন চালক (Go First Bengaluru Male flight makes an Emergency Landing) ৷

By

Published : Aug 12, 2022, 5:46 PM IST

Updated : Aug 12, 2022, 6:50 PM IST

Go First Bengaluru Male flight
Go First Bengaluru Male flight

কোয়েম্বাটোর, 12 অগস্ট: বেঙ্গালুরু থেকে মালে (মলদ্বীপ) যাওয়ার পথে জরুরি অবতরণ করল গো ফার্স্ট-এর বিমান ৷ জানা গিয়েছে, আজ দুপুর 12টায় 92 জন যাত্রী নিয়ে কোয়েম্বাটোর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি (Go First Bengaluru-Male flight makes an Emergency Landing) ৷

টেকঅফের এক ঘণ্টা পরেই ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার বিপদঘণ্টা বেজে ওঠে । সঙ্গে সঙ্গে আপৎকালীন অবতরণ করেন চালক ৷ বিমানবন্দর সূত্রে খবর, সমস্ত যাত্রীরাই নিরাপদে রয়েছেন ৷ গো ফার্স্টের মুখপাত্র জানিয়েছেন, বেলা 12টা নাগাদ বিমানচালক ওভারহিট অ্যালার্মের আওয়াজ শুনতে পান । সঙ্গে সঙ্গেই তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান ।

আরও পড়ুন : কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক

গত সপ্তাহে, গো ফার্স্টেরই একটি বিমান টেক-অফের কয়েক মিনিটের মধ্যে একটি পাখির সঙ্গে ধাক্কা খেয়ে আমেদাবাদে অবতরণ করে । তার কয়েকদিন আগেই, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি-গুয়াহাটির ফ্লাইটের উইন্ডশিল্ডে মাঝ-রাস্তাতেই ফাটল ধরেছিল ।

একাধিক প্রযুক্তিগত ত্রুটির রিপোর্টের পরে, দিনকয়েক আগেই বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন ৷ সম্প্রতি যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর (Directorate General of Civil Aviation) কোপে পড়েছে আরেক উড়ান সংস্থা স্পাইসজেট ৷ 8 সপ্তাহের জন্য স্পাইসজেট 50 শতাংশ কম বিমান ওড়াবে, গত মাসে নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷

Last Updated : Aug 12, 2022, 6:50 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details