ধানবাদ (ঝাড়খণ্ড), 23 মার্চ: গ্লাইডার বা ছোট বিমান ভেঙে দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডের ধানবাদে (Glider crashes at Dhanbad Airport) ৷ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বাড়ির উপর ওই গ্লাইডারটি আচমকাই ভেঙে পড়ে বলে স্থানীয়দের দাবি ৷ ওই গ্লাইডারের পাইলট গুরুতর আহত হয়েছেন ৷ এছাড়া আহত হয়েছেন এক শিশু ৷ সে স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তাঁদের স্থানীয় আশরাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে (Two Seriously Injured) ৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁদের শারীরিক অবস্থা গুরুতর ৷ তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গ্লাইডারটি ধানবাদের বারওয়াডা এয়ারস্ট্রিপ থেকে উড়ান শুরু করেছিল বৃহস্পতিবার বিকেলে ৷ তার পর শহরের উপর দিয়ে ঘুরছিল ৷ আচমকাই সেটি ভেঙে পড়ে শহরের বিরসা মুণ্ডা পার্কের কাছের একটি বাড়িতে ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই ওই গ্লাইডারটি ভেঙে পড়ে ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বিকট শব্দ শোনা যায় ৷ তার কিছুক্ষণের মধ্যেই গ্লাইডার ওই বাড়ির উপর আছড়ে পড়ে ৷ সঙ্গে এলাকার লোকজন ছুটে যান ৷ গিয়ে দেখেন ভিতরে আটকে একজন ৷ স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন ৷ তাছাড়া স্থানীয় এক শিশুও আহত হয়েছে এই দুর্ঘটনায় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷