উত্তরাখণ্ড, 21 মার্চ: আগামী 25 এপ্রিল থেকে শুরু হতে চলেছে কেদারনাথ ধাম যাত্রা (Kedarnath Yatra 2023) । প্রস্তুতির কাজও শুরু হয়েছিল প্রশাসনের তরফে ৷ কিন্তু গত এক সপ্তাহের তুষারপাত ও মঙ্গলবার হিমবাহ ভেঙে যাওয়ার কারণে সেই কাজ পুরোপুরিভাবে ব্যহত হচ্ছে ৷ গত কয়েকদিনে যে পথ চলাচলের যোগ্য করে তোলা হয়েছিল, তা আবার বরফে ঢেকেছে ৷ ফলে পুরোটাই পণ্ডশ্রমে পরিণত হয়েছে ৷
প্রসঙ্গত, যে পথ দিয়ে কেদারনাথে পৌঁছাবেন তীর্থযাত্রীরা, সেই গৌরীকুণ্ড-কেদারনাথ 18 কিলোমিটার পথের ভৈরব গাদেরা ও লিঞ্চোলির কাছে হিমবাহ ভেঙেছে (Glacier broke in Bhairav Gadera) ৷ হিমবাহ ভাঙার কারণে ওই পথের বড় অংশ ধসের কবলে পড়েছে । রাস্তার ধারে যে রেলিং ছিল সেগুলিও ভেঙে গিয়েছে ৷ সেখানে কর্মরত শ্রমিকরাও হিমবাহ ভাঙার জেরে তৈরি হওয়া পরিস্থিতি দেখে উদ্বেগে পড়ে গিয়েছেন (Glacier broke in Kedarnath Yatra route) ৷ আপাতত কেদারনাথে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে ।
গত এক সপ্তাহ ধরে কেদারনাথ ধামে একটানা তুষারপাত হচ্ছে । এই কারণে মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ প্রায় থমকে রয়েছে । নির্মাণ সংস্থার প্রায় 200 শ্রমিক দেড় সপ্তাহ আগে কেদারনাথ ধামে পুনর্গঠনের কাজ শুরু করতে পৌঁছেছিল । তারা ধামে বরফ পরিষ্কার করে নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করছিল ।