পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Valentine's Day 2023: এই ভ্যালেন্টাইনস ডে'তে সঙ্গীকে কী দেবেন ভাবছেন ? রইল উপহারের সম্ভার - Valentines Day 2023

সঙ্গীকে উপহার কী দেবেন ? জেনে নিন কিছু টিপস (Valentine's Day Gift)৷

Valentines Day 2023 News
এই ভ্যালেনটাইনস ডে তে সঙ্গীকে দিন এই উপহার

By

Published : Feb 14, 2023, 3:24 PM IST

হায়দরাবাদ:আজ সারা বিশ্বে উদযাপন করা হচ্ছে ভ্যালেন্টাইনস ডে । যারা নতুন প্রেম করছেন তাঁদের এই দিনটি বিশেষ ৷ এই দিনে মানুষ একে অপরের প্রতি তাঁদের ভালোবাসা প্রকাশ করে থাকেন । তবে ভালোবাসা প্রকাশের সঙ্গে সঙ্গে উপহার দিয়ে আপনার সঙ্গীকে খুশি করতে পারেন আজ ৷ এই ধরনের উপহারগুলি আপনি দিতে পারেন ৷ নীচে দেওয়া হল কিছু উপহারের তালিকা (Valentines Day Gift)৷

আপনার বয়ফ্রেন্ড বা স্বামী যদি দাড়ি রাখতে পছন্দ করেন তবে এই উপহারটি

1) ট্রিমিং কিট:আপনি যদি এই বিশেষ দিনে আপনার সঙ্গীর জন্য একটি উপহার চান, যা তাদের জন্য উপযোগী হতে পারে তাহলে আপনি তাদের জন্য একটি ট্রিমিং বা গ্রুমিং কিট দিতে পারেন । আপনার বয়ফ্রেন্ড বা স্বামী যদি দাড়ি রাখতে পছন্দ করেন তবে এই উপহারটি তার জন্য উপযুক্ত হবে । আপনি সহজেই এটি বাজারে বা অনলাইনে কিনতে পারেন ।

উপহারে মিশে থাকুক ভালোবাসা

2) LED হার্ট শো পিস অথবা 3D শো পিস:আপনি যদি ভালোবাসা দিবসে আপনার সঙ্গীকে একটি প্রেমময় উপহার দিতে চান, তাহলে আপনি সঙ্গীকে এলইডি হার্ট শো পিস দিতে পারেন । বাজেট অনুযায়ী বাজারে বা অনলাইনে এই উপহারটি পাবেন । এটিকে আরও রোমান্টিক করতে, আপনি এটিতে আপনার নাম এবং আপনার সঙ্গীর নামও লিখতে পারেন ।

সঙ্গীকে একটি স্মার্টফোনও দিতে পারেন

3) স্মার্টফোন: আপনি যদি উপহার হিসাবে দরকারি কিছু দিতে চান তবে আপনি আপনার সঙ্গীকে একটি স্মার্টফোনও দিতে পারেন । এ জন্য আপনি আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী অফলাইনে বা অনলাইনে যে-কোনও দুর্দান্ত স্মার্টফোন বেছে নিতে পারেন । এছাড়াও আপনি সঙ্গীকে স্মার্টওয়াচ, ইয়ারফোন বা ইয়ারবাড উপহার দিতে পারেন আজ ।

মেকআপ কিটও হতে পারে একটি মিষ্টি উপহার

4) মেকআপকিট: ভ্যালেন্টাইনস ডে-র এই বিশেষ দিনে আপানর সঙ্গীকে দেওয়ার জন্য মেকআপ কিট হতে পারে একটি মিষ্টি উপহার ৷ এতে আপনার সঙ্গী খুশি হবে ৷ মেয়েরা মেকআপ ভালোবাসে ৷ তাই আপনি সহজেই বাজার থেকে বা সারপ্রাইজ দিতে অনলাইনে অর্ডার করতে পারেন ৷

টেডি হতে পারে এক আকর্ষণীয় উপহার

5) টেডি বিয়ার:আপনি যদি ভ্যালেন্টাইনে আপনার স্ত্রী বা বান্ধবীর জন্য বিশেষ কিছু দিতে চান টেডি তাদের মধ্যে এক আকর্ষণীয় উপহার হতে পারে ৷ সঙ্গী যদি সফট টয় পছন্দ করেন তাহলে যে-কোনও ধরনের টেডি বা পুতুল উপহার দিতে পারেন ৷

রিং দিয়ে প্রোপোজ করতে পারেন আজ

6) গয়না:গয়না সব মেয়েরাই পছন্দ করে ৷ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে স্ত্রী বা বান্ধবীর জন্য নিয়ে যেতে পারেন একটি গহনা সেট । এছাড়াও যদি আপনি কাউকে আজ ভালোবাসার কথা জানাতে চান তাহলে কোনও গয়না বা রিং দিয়ে প্রোপোজ করতে পারেন ৷

আরও পড়ুন:এই বসন্তে কোকিল ডাকুক, প্রেমে থাকুক প্রত্যেকে

ABOUT THE AUTHOR

...view details