মোরাদাবাদ, 19 জানুয়ারি: বোরখা পরে কলেজে গিয়েছিলেন ছাত্রীরা ৷ কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হল না ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের ৷ এখানে একটি কলেজের ছাত্রীদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম আছে ৷ কিন্তু তা মানেননি ওই ছাত্রীরা (Muslim Students in burqa denied entry into College) ৷
পড়ুয়াদের অভিযোগ, বোরখা পরে আসায় কর্তৃপক্ষ তাঁদের কলেজে ঢুকতে দেননি ৷ প্রবেশপথে তাঁদের বোরখা খুলে ফেলতে বাধ্য করা হয়েছে ৷ এ নিয়ে পড়ুয়া, সমাজবাদী ছাত্রসভার কর্মী এবং এক অধ্যাপকের মধ্যে বচসা বাধে ৷ ওই অধ্যাপক ছাত্রীদের নির্ধারিত নিয়ম মেনে কলেজের পোশাক পরে আসা নিয়ে অনড় ছিলেন ৷ এই ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ ইতিমধ্যে, কলেজের অধ্যাপক ডঃ এপি সিং জানান, তাঁরা এই কলেজের ছাত্রীদের জন্য একটি পোশাকবিধি (Uniform Dress Code) কার্যকর করেছেন ৷ যে কেউ এই নিয়ম লঙ্ঘন করলে, তাঁকে কলেজে ঢুকতে দেওয়া হবে না ৷
কর্নাটকের একটি কলেজে হিজাব পরে ঢোকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ এ নিয়ে প্রতিবাদে নামেন ছাত্রীরা ৷ উদুপি জেলার সরকারি পিইউ গার্লস কলেজের ছাত্রীরা অভিযোগ করেন, হিজাব পরে আসায় তাঁদের কলেজে ক্লাস করতে দেওয়া হচ্ছে না ৷ অনেকে এও অভিযোগ করেন, হিজাব পরেছেন বলে তাঁদের কলেজে ঢুকতেও দেওয়া হয়নি ৷ এই ঘটনার পর বিভিন্ন কলেজ থেকে বিজয়াপুরায় শান্তেশ্বর এডুকেশন ট্রাস্টের বহু পড়ুয়া গেরুয়া চাদর গায়ে দিয়ে আসেন ৷ সেই সময় উদুপির বহু কলেজে এই ছবি দেখা গিয়েছিল ৷