কানপুর, 29 সেপ্টেম্বর: লুকিয়ে ছাত্রীর স্নানের ভিডিয়ো রেকর্ডিং করতে গিয়ে গ্রেফতার হস্টেলের সাফাইকর্মী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের তুলসীনগরের সাই নিবাস গার্লস হোস্টেলে ৷ জানা গিয়েছে, ছাত্রীদের থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে রাওয়াতপুর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে (Girls hostel employee made objectionable video) ৷
অভিযোগ, গ্রেফতার হওয়া ব্যক্তি হস্টেলের সাফাইকর্মী ৷ একটি মেয়ে স্নান করার সময় ওই ব্যক্তি লুকিয়ে ভিডিয়ো রেকর্ডিং করছিল ৷ তা হাতেনাতে ধরে ফেলেন হস্টেলের আবাসিকরা ৷