কুরনুল (অন্ধ্রপ্রদেশ), 24 ফেব্রুয়ারি: ক্রাইম থ্রিলারকে হার মানাবে অন্ধ্রপ্রদেশের কুরনুলের বালাজিনগরের বাসিন্দা মাল্লেপোগু মুরলীকৃষ্ণর হত্যা-রহস্য ৷ রহস্যভেদ হল প্রায় 1 মাস পর ৷ মুরলীকৃষ্ণ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই বন্ধু এরুকালী দীনেশ এবং কিরণ কুমারের বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, দীনেশের বান্ধবীর নগ্ন ভিডিয়ো তার ফোন থেকে চুরি করেছিল মুরলীকৃষ্ণ ৷ সেই ভিডিয়ো দেখিয়ে যুবতীকে ব্ল্যাকমেলও করছিল ৷ তার জেরে ওই যুবতী আত্মহত্যার চেষ্টা করেন ৷ অভিযোগ প্রতিশোধ নিতেই মাল্লেপোগু মুরলীকৃষ্ণকে হত্যা করে দীনেশ (Nude Videos Lead to Harassment and Suicide Attempt) ৷ এই কাজে তাকে সাহায্য করে বন্ধু কিরণ ।
পুলিশ জানিয়েছে, এরুকালী দীনেশের ফোনে তার বান্ধবীর বেশ কয়েকটি নগ্ন ভিডিয়ো ছিল ৷ কোনওভাবে সেই ভিডিয়ো দীনেশের বন্ধু মাল্লেপোগু মুরলীকৃষ্ণা দেখে ফেলে ৷ লুকিয়ে সেগুলি নিজের ফোনে ট্রান্সফার করে নেয় ৷ এরপর দীনেশের বান্ধবীকে ফোন করে ভিডিয়োগুলি যুবতীর পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয় মুরলীকৃষ্ণ ৷ ওই যুবতী তাঁকে বারবার অনুরোধ করলেও ভিডিয়োগুলি মুরলীকৃষ্ণা ডিলিট করেনি বলে অভিযোগ ৷