পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Andhra Pradesh Murder Case: বান্ধবীর নগ্ন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল, প্রতিশোধ নিতে বন্ধুকে খুন যুবকের ! - Nude Videos Lead to Harassment and Suicide Attempt

কুরনুলে এক যুবককে হত্যার অভিযোগে গ্রেফতার 2 বন্ধু (Andhra Pradesh Murder Case) ৷ বান্ধবীর নগ্ন ভিডিয়ো চুরি করে তাঁকে ব্ল্যাকমেল করায় ঠান্ডা মাথায় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ৷

Andhra Pradesh Murder Case ETV BHARAT
Andhra Pradesh Murder Case

By

Published : Feb 24, 2023, 11:53 AM IST

কুরনুল (অন্ধ্রপ্রদেশ), 24 ফেব্রুয়ারি: ক্রাইম থ্রিলারকে হার মানাবে অন্ধ্রপ্রদেশের কুরনুলের বালাজিনগরের বাসিন্দা মাল্লেপোগু মুরলীকৃষ্ণর হত্যা-রহস্য ৷ রহস্যভেদ হল প্রায় 1 মাস পর ৷ মুরলীকৃষ্ণ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই বন্ধু এরুকালী দীনেশ এবং কিরণ কুমারের বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, দীনেশের বান্ধবীর নগ্ন ভিডিয়ো তার ফোন থেকে চুরি করেছিল মুরলীকৃষ্ণ ৷ সেই ভিডিয়ো দেখিয়ে যুবতীকে ব্ল্যাকমেলও করছিল ৷ তার জেরে ওই যুবতী আত্মহত্যার চেষ্টা করেন ৷ অভিযোগ প্রতিশোধ নিতেই মাল্লেপোগু মুরলীকৃষ্ণকে হত্যা করে দীনেশ (Nude Videos Lead to Harassment and Suicide Attempt) ৷ এই কাজে তাকে সাহায্য করে বন্ধু কিরণ ।

পুলিশ জানিয়েছে, এরুকালী দীনেশের ফোনে তার বান্ধবীর বেশ কয়েকটি নগ্ন ভিডিয়ো ছিল ৷ কোনওভাবে সেই ভিডিয়ো দীনেশের বন্ধু মাল্লেপোগু মুরলীকৃষ্ণা দেখে ফেলে ৷ লুকিয়ে সেগুলি নিজের ফোনে ট্রান্সফার করে নেয় ৷ এরপর দীনেশের বান্ধবীকে ফোন করে ভিডিয়োগুলি যুবতীর পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয় মুরলীকৃষ্ণ ৷ ওই যুবতী তাঁকে বারবার অনুরোধ করলেও ভিডিয়োগুলি মুরলীকৃষ্ণা ডিলিট করেনি বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, এরপরই যুবতী আত্মহত্যার চেষ্টা করেন ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় ৷ অভিযোগ, তখনই মুরলীকৃষ্ণকে হত্যা করতে দীনেশ, কিরণের সঙ্গে ষড়যন্ত্র করে ৷ গত 25 জানুয়ারি দীনেশ এবং কিরণ বাইকে করে মুরলীকৃষ্ণকে শহরের বাইরে পঞ্চলিঙ্গ এলাকায় নিয়ে যায় ৷ অভিযোগ, সেখানে মুরলীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দু’জনে ৷ এরপর একটি অটো ভাড়া করে মুরলীকৃষ্ণার দেহ নান্নুরু টোলপ্লাজার হান্দরি-নিভা খালে ফেলে দেয় তারা ৷ মুরলীকৃষ্ণর ফোন থেকে শুরু করে রক্তাক্ত জামাকাপড়ও অন্যত্র ফেলে দেওয়া হয় ৷

আরও পড়ুন:গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

অন্যদিকে, ছেলের খোঁজ শুরু করেন মুরলীকৃষ্ণর বাবা-মা ৷ তাঁরা পুলিশের দ্বারস্থ হন ৷ তদন্তে নেম পুলিশ কোনও সূত্র পাচ্ছিল না ৷ একটি সূত্র ধরে পুলিশ জানতে পারে শেষবার দীনেশ এবং কিরণের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল মুরলীকৃষ্ণ ৷ দু’জনকে আটক করে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হলে দীনেশ অপরাধ স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে ৷ হান্দরি-নিভা খালে মুরলীকৃষ্ণার দেহের খোঁজ শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details