পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুষ্কৃতী পিটিয়ে একদিনের জেলাশাসক সাহসিনী অর্চনা

চোখের সামনে দুই নাবালিকার শ্লীলতাহানি হতে দেখে রুখে দাঁড়িয়েছিলেন অর্চনা কেওয়াত ৷ দুষ্কৃতীদের পিটিয়ে তুলে দিয়েছিলেন পুলিশের হাতে ৷ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাঁকেই একদিনের জন্য জেলাশাসকের দায়িত্ব দিল মধ্যপ্রদেশ সরকার ৷

Girl who beat up miscreants, made collector for a day
দুষ্কৃতী পিটিয়ে একদিনের জেলাশাসক সাহসিনী অর্চনা

By

Published : Mar 8, 2021, 10:26 PM IST

কাতনি (মধ্যপ্রদেশ), 8 মার্চ : সাহসিনীকে কুর্নিশ জানাতে অভিনব আয়োজন ৷ নারীদিবসে একদিনের জন্য জেলাশাসকের পদে বসানো হল একুশের তরুণীকে ৷

মধ্যপ্রদেশের কাতনি জেলার মেঘাও গ্রামের বাসিন্দা অর্চনা কেওয়াত ৷ তাঁর বাবা পেশায় সবজি বিক্রেতা ৷ বরাবরই লড়াকু স্বভাবের এই মেয়েই হঠাৎ নজর কাড়েন প্রশাসনের ৷ গত জানুয়ারি মাসে একটি ঘটনা ঘটে তাঁর সঙ্গে ৷ চোখের সামনে দুই নাবালিকার শ্লীলতাহানি হতে দেখে রুখে দাঁড়ান অর্চনা ৷ দুষ্কৃতীদের ধরে প্রথমে মনের সুখে উত্তম-মধ্যম দেন ৷ তারপর অভিযুক্তদের তুলে দেন পুলিশের হাতে ৷ পরদিন খবরের কাগজের শিরোনাম হন অর্চনা ৷ তাঁর এই সাহসকে স্য়ালুট জানায় রাজ্য় সরকারও ৷ অর্চনার প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ৷ আর এদিন তাঁর সাহসকে সম্মান জানিয়েই একদিনের জন্য অর্চনাকে কাতনির জেলাশাসক পদে বসানো হয় ৷

আরও পড়ুন :ময়দানের সম্রাজ্ঞীরা

দায়িত্ব পেয়েই তৎপর হন তরুণী ৷ একদিনের জন্য হলেও জেলাশাসকের সব কাজই গুছিয়ে করেন তিনি ৷ সেরে ফেলেন জমে থাকা বেশ কিছু কাজ ৷ অংশ নেন একাধিক জরুরী বৈঠকে ৷ এছাড়া, নারী দিবসের কয়েকটি অনুষ্ঠানেও উপস্থিত থাকতে হয় তাঁকে ৷

অর্চনা নিজে অবশ্য ইন্সপেক্টর হতে চান ৷ সেই পদে আবেদন জানিয়ে ইতিমধ্যেই চাকরির চেষ্টা শুরু করেছেন তিনি ৷ তবে শিকে এখনও ছেঁড়েনি সাহসিনীর কপালে ৷ যদিও তাঁর বিশ্বাস, পরিশ্রম আর প্রচেষ্টা একদিন তাঁকে সফল করবেই ৷

ABOUT THE AUTHOR

...view details