কাতনি (মধ্যপ্রদেশ), 8 মার্চ : সাহসিনীকে কুর্নিশ জানাতে অভিনব আয়োজন ৷ নারীদিবসে একদিনের জন্য জেলাশাসকের পদে বসানো হল একুশের তরুণীকে ৷
মধ্যপ্রদেশের কাতনি জেলার মেঘাও গ্রামের বাসিন্দা অর্চনা কেওয়াত ৷ তাঁর বাবা পেশায় সবজি বিক্রেতা ৷ বরাবরই লড়াকু স্বভাবের এই মেয়েই হঠাৎ নজর কাড়েন প্রশাসনের ৷ গত জানুয়ারি মাসে একটি ঘটনা ঘটে তাঁর সঙ্গে ৷ চোখের সামনে দুই নাবালিকার শ্লীলতাহানি হতে দেখে রুখে দাঁড়ান অর্চনা ৷ দুষ্কৃতীদের ধরে প্রথমে মনের সুখে উত্তম-মধ্যম দেন ৷ তারপর অভিযুক্তদের তুলে দেন পুলিশের হাতে ৷ পরদিন খবরের কাগজের শিরোনাম হন অর্চনা ৷ তাঁর এই সাহসকে স্য়ালুট জানায় রাজ্য় সরকারও ৷ অর্চনার প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ৷ আর এদিন তাঁর সাহসকে সম্মান জানিয়েই একদিনের জন্য অর্চনাকে কাতনির জেলাশাসক পদে বসানো হয় ৷