পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dalit Girl Molestation Case ফের সেই উন্নাও, মেলায় গিয়ে শ্লীলতাহানির শিকার দলিত তরুণী - মেলা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার দলিত তরুণী

উন্নাওয়ে মেলা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার হল এক দলিত তরুণী, এমনটাই অভিযোগ পরিবারের ৷ অচলগঞ্জের বাসিন্দা ওই তরুণী তার ভাইয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল । তখন তাকে সেখানে উপস্থিত প্রায় 12 জন অভিযুক্ত শ্লীলতাহানি করে বলে অভিযোগ (Unnao Dalit Girl Molestation Case) ৷

Unnao Dalit Girl Molestation Case
Dalit Girl Molestation Case

By

Published : Aug 28, 2022, 2:06 PM IST

উন্নাও, 28 অগস্ট: উন্নাও জেলার অচলগঞ্জ থানা এলাকায় মেলা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার হল এক দলিত তরুণী (Girl molested in Fair) । এমনটাই অভিযোগ করেছে তরুণীর পরিবার ৷ এই ঘটনা নিয়ে অচলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার ৷ তাঁদের অভিযোগ, সেখানে গেলে পুলিশ কর্মীরা তরুণীর পরিবারের সদস্যদের থানা থেকে তাড়িয়ে দেয় ৷ উলটে অচলগঞ্জ থানার পুলিশ শ্লীলতাহানিকারীদের চেয়ার দেয় বসতে । তা দেখে তরুণীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং তাঁরা থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন (Unnao Dalit Girl Molestation Case) ।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় এক তরুণী তার ভাইয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল । মেলায় একটি দোলনায় চড়ে ভাই-বোন দু'জনে ৷ কিন্তু দোলনা যখন চলতে শুরু করে তখন সেখানে আগে থেকে উপস্থিত প্রায় এক ডজন লোক তরুণীকে উত্তপ্ত করতে শুরু করে । অভিযোগ, তারা তরুণীর ওড়না টেনে ধরে এবং দোলনা ঘোরা বন্ধ হয়ে গেলে তাকে টেনে নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করে ৷ এর বিরোধিতা করে ওই তরুণীর ভাই ৷ অভিযোগ, এরপর অভিযুক্তরা তরুণী ও তার ভাইকে বেধড়ক মারধর করে (Dalit Girl Molestation Case) ।

মেয়েটি এবং তার ভাই বাড়ি ফিরে এই সমস্ত ঘটনা নিজের পরিবারের সদস্যদের কাছে জানায় । এই ঘটনা শুনে ক্ষুব্ধ তরুণীর পরিবার থানায় অভিযোগ করতে যান । কিন্তু থানার পুলিশ কর্মীরা তরুণীর দলিত পরিবারকে থানা থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ । তরুণীর বাবা বলেন, "আমার ছেলে ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক । পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ।" তিনি আরও বলেন, "অভিযুক্তরা গুপ্ত সম্প্রদায়ের অন্তর্গত । আমরা দলিত বলে আমাদের কথা শোনা হচ্ছে না ।"

আরও পড়ুন:বিলকিস বানোর দোষীদের মুক্তিতে আতঙ্কিত প্রাক্তন আমলারা, প্রধান বিচারপতিকে চিঠি

অচলগঞ্জ থানার ওসি জানান, উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে । তদন্ত করা হচ্ছে । তদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details