মীরাট, 14 অগস্ট: মাথা কামানো ৷ চোখে চশমা ৷ গায়ে সাদা চাদর ৷ নাকের সঙ্গেও মিল রয়েছে ৷ দূর থেকে যেন ঠিক মহাত্মা গান্ধি ৷ ছোট্ট মেয়েটার উপর মহাত্মার প্রভাব এতটাই যে নিজের মাথা কামিয়ে ফেলতে একটুও দ্বিধা করেনি ছাত্রী ৷ তেরঙা পতাকা নিয়ে শোভাযাত্রার মধ্যেও আলাদা করে চোখে পড়ছে তার চশমা, চুল না-থাকা মাথা, লম্বা নাক ৷ এছাড়া তিরঙ্গা যাত্রায় বাচ্চা মেয়েরা নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাঁসির রানি লক্ষ্মীবাই সেজেছেন আরও দুই ছাত্রী ৷ এমনই দৃশ্য নজর কাড়ল উত্তর প্রদেশের মীরাটে (Girl Shaves Head to resemble Mahatma Gandhi in Meerut Tiranga rally) ৷
আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন