আগরা, 1 জানুয়ারি: শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসের এসি কোচে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ রেলকর্মীর বিরুদ্ধে (Girl Molested in AC Coach of Sealdah-Ajmer Express) ৷ অভিযোগকারী যুবতী বিমান সেবিকার পরীক্ষা দিতে জয়পুর যাচ্ছিলেন ৷ ঘটনাটি গত 29 ডিসেম্বরের ঘটেছে ৷ জানা গিয়েছে, তাঁর টিকিট কনফার্ম ছিল না ৷ অভিযোগ যুবতীকে টিকিট কনফার্ম করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এসি কোচের অ্যাটেনডেন্ট ৷ তারপর সাহায্য করার নামে তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন ৷ এই ঘটনায় জয়পুর জিআরপি-তে তিনি যুবতী অভিযোগ দায়ের করেন এবং একটি টুইটও করেন রেলমন্ত্রককে উল্লেখ করে ৷ যার পরেই দ্রুত এই ঘটনায় পদক্ষেপ নেয় রেল পুলিশ ৷ অভিযুক্তকে শনিবার রাতে আগ্রা ফোর্ট স্টেশন থেকে গ্রেফতার করেছে জিআরপি ৷
আগরা জিআরপি-র এসিপি মহম্মদ মুস্তাক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই যুবতী বিমান সেবিকার পরীক্ষা দিতে জয়পুর যাচ্ছিলে শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসে ৷ কিন্তু, তাঁর টিকিট কনফার্ম ছিল না ৷ ট্রেনে উঠে তিনি কোচ অ্যাটেনডেন্টের কাছে টিকিটের বিষয়টি জানান ৷ তিনি প্রতিশ্রুতি দেন, টিকিট কনফার্ম করে দেওয়ার ৷ অভিযোগ এর পরেই তাঁকে সাহায্যের নামে অ্যাটেনডেন্ট দীপক কুমার অসভ্যতা শুরু করেন ৷ ঘটনাটি আগরা ফোর্ট স্টেশন পেরনোর পর ঘটে ৷ এর পর তিনি কানপুর সেন্ট্রাল স্টেশনে নেমে যান ট্রেন থেকে ৷