পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Molestation Allegations in Train: শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত - Molestation

বিমান সেবিকার পরীক্ষা দিতে গিয়ে ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ যুবতীর (Girl Molested in AC Coach of Sealdah-Ajmer Express) ৷ ঘটনায় অভিযুুক্তকে রেল অ্যাটেনডেন্টকে গ্রেফতার করেছে জিআরপি ৷

Girl Molested in AC Coach of Ajmer Sealdah Express ETV BHARAT
শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ

By

Published : Jan 1, 2023, 5:29 PM IST

Updated : Jan 1, 2023, 6:33 PM IST

আগরা, 1 জানুয়ারি: শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসের এসি কোচে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ রেলকর্মীর বিরুদ্ধে (Girl Molested in AC Coach of Sealdah-Ajmer Express) ৷ অভিযোগকারী যুবতী বিমান সেবিকার পরীক্ষা দিতে জয়পুর যাচ্ছিলেন ৷ ঘটনাটি গত 29 ডিসেম্বরের ঘটেছে ৷ জানা গিয়েছে, তাঁর টিকিট কনফার্ম ছিল না ৷ অভিযোগ যুবতীকে টিকিট কনফার্ম করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এসি কোচের অ্যাটেনডেন্ট ৷ তারপর সাহায্য করার নামে তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন ৷ এই ঘটনায় জয়পুর জিআরপি-তে তিনি যুবতী অভিযোগ দায়ের করেন এবং একটি টুইটও করেন রেলমন্ত্রককে উল্লেখ করে ৷ যার পরেই দ্রুত এই ঘটনায় পদক্ষেপ নেয় রেল পুলিশ ৷ অভিযুক্তকে শনিবার রাতে আগ্রা ফোর্ট স্টেশন থেকে গ্রেফতার করেছে জিআরপি ৷

আগরা জিআরপি-র এসিপি মহম্মদ মুস্তাক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই যুবতী বিমান সেবিকার পরীক্ষা দিতে জয়পুর যাচ্ছিলে শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসে ৷ কিন্তু, তাঁর টিকিট কনফার্ম ছিল না ৷ ট্রেনে উঠে তিনি কোচ অ্যাটেনডেন্টের কাছে টিকিটের বিষয়টি জানান ৷ তিনি প্রতিশ্রুতি দেন, টিকিট কনফার্ম করে দেওয়ার ৷ অভিযোগ এর পরেই তাঁকে সাহায্যের নামে অ্যাটেনডেন্ট দীপক কুমার অসভ্যতা শুরু করেন ৷ ঘটনাটি আগরা ফোর্ট স্টেশন পেরনোর পর ঘটে ৷ এর পর তিনি কানপুর সেন্ট্রাল স্টেশনে নেমে যান ট্রেন থেকে ৷

জিআরপি-র আধিকারিক জানিয়েছেন, কানপুর সেন্ট্রাল স্টেশনে নেমে তিনি জয়পুুরে তাঁর এক বন্ধুকে ফোন করে বিষয়টি জানান ৷ এরপর জয়পুর পৌঁছে সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন এবং একটি টুইট করেন রেলকে উল্লেখ করে ৷ টুইটারে বিষয়টি জানাজানি হতেই, হইচই পড়ে যায় ৷ আগ্রা জিআরপি-র তরফে জয়পুর জিআরপি-র সঙ্গে যোগাযোগ করা হয় ৷ সেখান থেকে এফআইআর এর বিস্তারিত তথ্য নিয়ে, একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে আগ্রা জিআরপি ৷ এর পর শনিবার কোটা এক্সপ্রেসে কর্মরত অভিযুক্ত অ্যাটেনডেন্টকে আগ্রা ফোর্ট স্টেশন থেকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনায় চুক্তিতে থাকা অভিযুুক্তের রেল অ্যাটেনডেন্টের ৷

আরও পড়ুন:রাস্তায় পিছু নিয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানি ! গ্রেফতার অধ্য়াপক

তবে, পুরো ঘটনায় জয়পুর জিআরপি-র ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অভিযোগ জানানোর পর কেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্ন তুলেছেন অনেকে ৷ কেন ভুক্তভোগী যুবতী টুইটে রেলের সাহায্য চাওয়ার পর, সক্রিয় হল জিআরপি ৷ এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সেই সঙ্গে রেলের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ৷

Last Updated : Jan 1, 2023, 6:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details