মালদা, 11 ডিসেম্বর : বল ভেবে বোমায় লাথি মেরে গুরুতর আহত হল সাত বছরের এক বালিকা (seven years old girl injures by a bomb as she trying to kick it like a ball)। শনিবার ঘটনাটি ঘটে মানিকচক থানার বড়বাগান নাকিরটোলা গ্রামে । আহত ওই বালিকাকে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাকে মালদা মেডিক্যাল হাসপাতালে রেফার করে দেন সেখানকার চিকিৎসকরা । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ।
ঘটনাটি ঘটে শনিবার বেলা তিনটে নাগাদ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী এক বান্ধবীর সঙ্গে বাড়ির কাছেই একটি আমবাগানে খেলতে গিয়েছিল হাসিবা খাতুন । স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে । বাবা সাদ্দাম শেখ পেশায় শ্রমিক । খেলার সময় আমবাগানে ধুলোর মধ্যে একটি কৌটো পড়ে থাকতে দেখে হাসিবা । বল ভেবে তাতে লাথি মারতেই ঘটে যায় বিপত্তি । বিকট শব্দে ফেটে যায় ওই কৌটো । রক্তাক্ত অবস্থায় হাসিবাকে দ্রুত মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তার আত্মীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মানিকচক থানার পুলিশও ।