হরিয়ানা (পলবল), 14 মে: এক যুবতীকে গণধর্ষণ করা হয়েছে ৷ একজন, দু'জন নয়, 25 জন মিলে ধর্ষণ করেছে এক তরুণীকে ৷ এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত হরিয়ানার পলবল জেলায় ৷ পুলিশ জানিয়েছে, তরুণীর বয়ান অনুযায়ী ঘটনাটি ঘটনাটি 3 মে ঘটলেও, 12 মে অনেক রাতে তিনি তাঁর উকিলকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে সাগর, সমুদ্র-সহ মোট 25 জনের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ ৷ ইতিমধ্যে ঘটনার প্রধান অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়েছে ৷
হসনপুর থানার প্রধান রাজেশ কুমার জানিয়েছেন, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে থাকতেন ওই তরুণী ৷ বাবা-মার সঙ্গে মনোমালিন্যের জন্যে তিনি দিল্লি চলে যান ৷ এই অবসরেই ফেসবুকে আলাপ হয় সাগরের সঙ্গে ৷
তরুণীর অভিযোগ, আলাপের তিন-চার মাস পর সাগরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে তরুণী ছেলেটিকে বিয়ে করতে জোর দেয় ৷ ছেলেটি সেই প্রস্তাবে প্রথমে নারাজ হলেও পরে তরুণীকে সেই অজুহাতে দেখা করতে ডাকে ৷ জানায় যে সে তার পরিবারের সদস্যদের সঙ্গে তরুণীর আলাপ করিয়ে দিতে চায় ৷