বাদাউন, 14 অগস্ট:বিয়ের ঠিক আগে শেষ মুহূর্তে মোটা অংকের পণ দাবি করেছিল বরপক্ষ ৷ তা মেটাতে না পারায় বিয়ে বাতিল করে দেন পাত্র ৷ এতেই মনের দুঃখে আত্মঘাতী হলেন কনে ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনে ৷ আত্মহত্যার আগে তিনি সোশাল মিডিয়ায় দুটি ভিডিয়ো আপলোড করেন ৷ সেখানেই গোটা পরিস্থিতি জানিয়ে এই কঠোর পদক্ষেপ করার জন্য বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন ওই যুবতী । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
রবিবার ঘটনাটি ঘটেছে উঘাইটি থানার অন্তর্গত করিয়ামাই গ্রামে । উজিরগঞ্জ থানা এলাকার বাঘোল গ্রামের বাসিন্দা বিকাশকে গত 22 এপ্রিল বিয়ে করার কথা ছিল স্বপ্নার । কিন্তু সরকারি কর্মচারী বর বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ । অবশেষে, বিয়ের 20 দিন আগে বর বিয়ে বাতিল করে দেন বলে জানিয়েছে পুলিশ ।
প্রথম ভিডিয়োতে ওই যুবতী জানিয়েছেন যে, আমন্ত্রণপত্র বিলি করা হয়ে গিয়েছিল ৷ বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল পুরোদমে । কিন্তু বরের পরিবার পণের দাবি বাড়াতে থাকে । হঠাৎ করে 2 এপ্রিল বিকাশ ফোন করে অতিরিক্ত যৌতুক দাবি করেন, যা কনের পরিবারের সাধ্যের বাইরে । ওই যুবতী ভিডিয়োতে জানিয়েছেন যে, তিনি বিকাশকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু বিকাশ তাঁর দাবিতে অনড় ছিলেন এবং যৌতুকের জন্য তিনি ফোনে মানসিকভাবে হয়রানি করতেন স্বপ্নাকে ।