গাজিয়াবাদ, 23 জানুয়ারি: ফের শিরোনামে দিল্লি-গাজিয়াবাদ সংযোগকারী হাইওয়ে (Delhi-Ghaziabad highway) ৷ ব্যস্ত রাস্তায় রিলস বানিয়ে এবার চর্চায় এক তরুণী ৷ শখের গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রিলস বানানোর শাস্তিও হাতে পেল তরুণীকে ৷ জরিমানা হিসেবে গুনতে হল 17 হাজার টাকা ৷ জরিমানার পাশাপাশি তরুণীর নামে মামলাও রুজু করেছে পুলিশ (Girl dances on elevated road video viral fined Rs 17000 in Ghaziabad) ৷
সাম্প্রতিক সময়ে রিলস বানানোর চক্করে দিল্লি-গাজিয়াবাদ সংযোগকারী হাইওয়ে তরুণ প্রজন্মের কাছে বাড়তি জনপ্রিয়তার কারণ ৷ সোমবার ফের একবার হাইওয়েতে গাড়ি থামিয়ে রিলস বানাচ্ছিলেন এক তরুণী ৷ তাঁর নাচ-গানের চক্করে যানজট শুরু হয়ে যায় ব্যস্ত রাস্তায় ৷ কিছু মানুষ আবার তরুণীকে দেখতে এবং তাঁর ভিডিয়ো করতে ভিড় জমান ৷ যে কোনও সময় দুর্ঘটনাও ঘটা যেতে পারত ৷ কিন্তু সেসবে নাকি ভ্রূক্ষেপই ছিল না তরুণীর ৷