হায়দরাবাদ, 6 অগস্ট: বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে ট্যাংকারের সামনে ধাক্কা দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বাচুপল্লিতে ৷ এই ঘটনায় প্রমীলা নামে ওই যুবতীর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তিরুপতি গত 5 মাস ধরে প্রমীলার সঙ্গে প্রেম করছিলেন ৷ কিন্তু, সম্প্রতি তিরুপতির অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় ৷ বিষয়টি জানতে পেরেই প্রমীলা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ৷ সম্প্রতি তাঁকে কথার বলার জন্য ডাকেন তিরুপতি ৷ আর তখনই রাস্তা দিয়ে আসা জলের ট্যাংকের সামনে প্রমীলাকে ধাক্কা দেয় যুবক ৷ ঘটনার পর থেকে তিরুপতি পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় প্রথমে পুরো বিষয়টি সাধারণ পথ দুর্ঘটনা বলে মনে করেছিলেন তদন্তকারীরা ৷ কিন্তু, স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ঘটনার সময় প্রমীলার সঙ্গে এক যুবক ছিল ৷ আর তার সঙ্গে প্রমীলার তর্কাতর্কি চলছিল ৷ সেই সময় অভিযুক্ত যুবক তাঁকে জলের ট্যাংকারের সামনে ধাক্কা মেরে দেয় ৷ এর পরেই ওই যুবকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ ৷ জানা গিয়েছে তিরুপতি পেশায় একজন অ্যাপক্যাব চালক ৷ প্রমীলা একটি সংস্থার সেলস গার্লের কাজ করতেন ৷