মজফ্ফপুর, 22 ফেব্রুয়ারি: নাৎজিশাসিত জার্মানির মন্ত্রী ডঃ জোসেফ গোয়েবেলসের সঙ্গে রাহুল গান্ধির তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ কৃষক আন্দোলনে রাহুলের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে একথা বলেন গিরিরাজ ৷
মজফ্ফরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি মন্ত্রিসভার এই সদস্য বলেন, রাহুল গান্ধি গোয়েবেলসের তত্ত্ব মেনে চলছেন ৷ তবে ইতিহাস সাক্ষী আছে, গোয়েবেলসের তত্ত্ব কোনও কাজের ছিল না ৷
গিরিরাজের দাবি, রাফাল নিয়েও রাহুল গান্ধি যে তত্ত্ব খাড়া করতে চেয়েছিলেন, তা ধোপে টেঁকেনি ৷ বর্তমানে কৃষক আন্দোলন নিয়ে তিনি যেভাবে কেন্দ্রকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন, কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক মিথ্যে অভিযোগ আনছেন, তাও খুব বেশিদিন চালিয়ে যেতে পারবেন না ৷ গিরিরাজের অভিযোগ, কৃষক আন্দোলনকে শিখণ্ডী করে আদতে রাজনীতির রসদ খুঁজছে কংগ্রেস ৷
আরও পড়ুন:‘‘ভারতে বিপর্যয়ের শেষদিনের ব্যক্তি’’, রাহুলকে কটাক্ষ সীতারমনের
গিরিরাজের দাবি, নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দেশ যখন সঙ্গবদ্ধভাবে এগিয়ে চলেছে, ঠিক তখনই রাহুল গান্ধি কৃষকদের ভুল বোঝানোর চেষ্টা করছেন ৷