পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Giriraj on Indian Minority Community: 'ভারতীয় সংখ্য়ালঘুরা মুঘলদের বংশধর নন !' বললেন গিরিরাজ - গিরিরাজ সিং

ভারতীয় সংখ্য়ালঘুদের নিয়ে মন্তব্য করে আবারও খবরে গিরিরাজ সিং ৷ তাঁর দাবি, ভারতের সংখ্য়ালঘুরা মুঘলদের বংশধর নন !

Giriraj Singh claims Indian Minority Community is not descendants of Mughals
গিরিরাজ সিং

By

Published : Apr 9, 2023, 7:36 PM IST

বেগুসরাই, 9 এপ্রিল: "ভারতীয় সংখ্য়ালঘুরা মুঘলদের বংশধর নন" ! রবিবার এই মন্তব্য করেছেন বেগুসরাইয়ের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ এদিন নিজের সংসদ এলাকাতেই উপস্থিত ছিলেন তিনি ৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হন ৷ একটি প্রশ্নের উত্তরে বলেন, মুঘলরা ভারত আক্রমণ করেছিল এবং ভারতকে দখল করে রেখেছিল ৷ তাই মন্ত্রীর নিদান, স্বাধীনতার পর 'দাসত্বের (মুঘলদের) সমস্ত প্রতীক' মুছে ফেলা দরকার ৷ তা সে বেগুসরাই বা বখতিয়ারপুরের মতো কোনও জায়গা নাম হলেও (তা বদলে দেওয়া দরকার) ! রাজ্য়ের (বিহারের) সর্বত্রই এমনটা করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী ৷

এই প্রসঙ্গে এদিন গিরিরাজকে বলতে শোনা যায়, "বিহারে আমাদের সরকার গঠিত হলে আমরা দাসত্বের সমস্ত প্রতীক মুছে ফেলতাম ৷ এটি কোনও তুষ্টিকরণের রাজনীতি নয় ৷ কারণ, ভারতের সংখ্য়ালঘুরা মুঘলদের বংশধর নন, তাঁরা আমাদের বংশধর ৷"

এই বিষয়টি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কড়া সমালোচনাও করেন গিরিরাজ ৷ তাঁর অভিযোগ, ভোটের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী দুর্বল হয়ে পড়েছেন ৷ যাঁরা অশান্তি করছে, হিংসা করছে, তাদেরও তিনি আড়াল করছেন ৷ এমনকী, সংখ্য়াগুরুদের বিরুদ্ধে মিথ্য়া মামলা রুজু করারও অভিযোগ তোলেন গিরিরাজ ৷ উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রা ঘিরে সম্প্রতি অশান্ত হয়ে ওঠে বিহারের বেশ কিছু এলাকা ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন গিরিরাজ ৷

এদিন প্রধানমন্ত্রী পদ নিয়েও নীতীশকে কটাক্ষ করতে ছাড়েননি নীতীশ ৷ তাঁর দাবি, বিহারের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ৷ অথচ, তিনি জানেন না যে বিহার তথা ভারতের মানুষ নিজেদের প্রধানমন্ত্রীকে আগেই বেছে নিয়েছেন ৷ তিনি নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী পদে তিনিই আসীন থাকবেন ৷ ওই পদটি তাই আর খালি নেই ৷

আরও পড়ুন:বিহারে হিন্দুরা সুরক্ষিত নন, দাবি গিরিরাজের; নীতীশের ইস্তফা দাবি

এদিন নীতীশ কুমারকে রোমান সম্রাট নিরোর সঙ্গে তুলনা করেন গিরিরাজ ৷ বলেন, রোম যখন জ্বলছিল, তখন নিরো বাঁশি বাজাচ্ছিলেন ! ঠিক একইভাবে সাসারাম যখন অশান্ত, তখন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন !

ABOUT THE AUTHOR

...view details