নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: নিলামে উঠতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রায় 1200টি উপহার সামগ্রী ৷ বিভিন্ন সময়ে নামী ব্যক্তিত্ব, সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্রীড়াব্যক্তিত্বের থেকে এই উপহারগুলি পেয়েছেন তিনি ৷ আগামী 17 সেপ্টেম্বর অনলাইনে এই নিলাম প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে ৷ নিলাম প্রক্রিয়া চলবে 2 অক্টোবর পর্যন্ত (Gifts of PM Modi to be auctioned) ৷
ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের ডিরেক্টর জেনেরাল অদ্বৈত গডানায়েক জানিয়েছেন, নিলামে ওঠা এই উপহারগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির একটি মূর্তি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া একটি হনুমান মূর্তি, হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের দেওয়া একটি ত্রিশূল ৷ বর্তমানে এই উপহারগুলি ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টে রাখা রয়েছে (Gifts of PM Modi) ৷ রয়েছে বক্সিং গ্লাভস, জ্যাভলিন, টি-শার্ট ৷ এই উপহারগুলির মূল্য 100 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ৷