পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gifts of PM Modi: হনুমান মূর্তি থেকে ত্রিশূল, নিলামে উঠবে প্রধানমন্ত্রীর পাওয়া 1200 উপহার - নিলামে মোদির উপহার

17 সেপ্টেম্বর নিলামে উঠবে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া 1200টি উপহার সামগ্রী (Gifts of PM Modi to be auctioned) ৷ মোদির এই উপহার গুলির দাম 100 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত (Gifts of PM Modi) ৷

gifts received by PM modi
ETV Bharat

By

Published : Sep 11, 2022, 10:46 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: নিলামে উঠতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রায় 1200টি উপহার সামগ্রী ৷ বিভিন্ন সময়ে নামী ব্যক্তিত্ব, সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্রীড়াব্যক্তিত্বের থেকে এই উপহারগুলি পেয়েছেন তিনি ৷ আগামী 17 সেপ্টেম্বর অনলাইনে এই নিলাম প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে ৷ নিলাম প্রক্রিয়া চলবে 2 অক্টোবর পর্যন্ত (Gifts of PM Modi to be auctioned) ৷

ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের ডিরেক্টর জেনেরাল অদ্বৈত গডানায়েক জানিয়েছেন, নিলামে ওঠা এই উপহারগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির একটি মূর্তি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া একটি হনুমান মূর্তি, হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের দেওয়া একটি ত্রিশূল ৷ বর্তমানে এই উপহারগুলি ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টে রাখা রয়েছে (Gifts of PM Modi) ৷ রয়েছে বক্সিং গ্লাভস, জ্যাভলিন, টি-শার্ট ৷ এই উপহারগুলির মূল্য 100 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ৷

আরও পড়ুন: চলছে নীতি নির্ধারণের কাজ, শীঘ্রই নতুন দল গড়বেন কেসিআর !

তালিকায় রয়েছে বিভিন্ন তৈলচিত্র, ভাস্কর্য, হস্তশিল্প সামগ্রী ৷ রয়েছে অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির ও কাশী-বিশ্বনাথ মন্দিরের রেপ্লিকাও ৷ নিলাম থেকে পাওয়া অর্থ নমামী গঙ্গা প্রকল্পে খরচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details