নয়াদিল্লি, 26 অগস্ট : কংগ্রেস (Congress) থেকে ইস্তফা দিয়ে জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ পাঁচ পাতার পদত্যাগপত্রে তিনি কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ ওয়েনাড়ের সাংসদ রাহুলের শিশুসুলভ আচরণের জন্যই কংগ্রেসের এত দুর্দশা বলে তিনি অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো ওই চিঠিতে দাবি করেছেন ৷
খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের তরফেও পালটা জবাব দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ দলের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান পবন খেড়ার দাবি, রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই অস্থির হয়ে উঠেছেন গুলাম নবি আজাদ ৷ তিনি পদ ছাড়া এক সেকেন্ডও থাকতে পারেন না ৷
কিন্তু কংগ্রেসের প্রত্যুত্তরের পরও প্রশ্ন ওঠা থামছে না ৷ কারণ, গত কয়েকমাসে একের পর এক সিনিয়র নেতা কংগ্রেস ছেড়েছেন ৷ সেই তালিকায় কপিল সিবাল, অশ্বিনী কুমারের মতো হেভিওয়েট নেতা রয়েছেন ৷ আবার বেশ কয়েকজন তরুণ নেতাকেও কংগ্রেস ছাড়ার ঘোষণা করতে দেখা গিয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গুলাম নবি আজাদ কংগ্রেসের জি-23 ভুক্ত নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ ওই 23 জন নেতাই সোনিয়া গান্ধিকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন করানোর জন্য ৷ সেই নির্বাচন খুব শীঘ্রই হতে পারে বলে খবর ৷ ঠিক তার আগেই গুলাম নবির এই সিদ্ধান্ত এবং দলনেত্রীকে পাঠানো তাঁর পাঁচ পাতার চিঠি এদিন হইচই ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে ৷ কারণ, চিঠিতে 73 বছর বয়সী এই নেতা যেমন কংগ্রেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করেছেন, তেমনই রাহুল গান্ধিকে কাঠগড়ায় তুলেছেন ভোটে কংগ্রেসের খারাপ পারফরম্যান্সের জন্য ৷