পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ghulam Nabi Azad: গুলাম নবি আজাদকে হুমকি জঙ্গি সংগঠনের - Ajit Doval

সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ নতুন দল গড়ার ঘোষণাও করেছেন তিনি ৷ এবার তাঁকে হুমকি দিল একটি জঙ্গি গোষ্ঠী Terrorist Organisation) ৷

Ghulam Nabi Azad gets threat from Terrorist Organisation
Ghulam Nabi Azad: গুলাম নবি আজাদকে হুমকি জঙ্গি সংগঠনের

By

Published : Sep 15, 2022, 4:14 PM IST

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 15 সেপ্টেম্বর : হুমকি দেওয়া হল গুলাম নবি আজাদকে (Ghulam Nabi Azad) ৷ সদ্য কংগ্রেস (Congress) ত্যাগী এই বর্ষীয়ান নেতাকে হুমকি দিয়েছেন দ্য রেসিস্ট্যান্স নামে এক জঙ্গি গোষ্ঠী (Terrorist Organisation) ৷ যা পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তইবার (Laskar e Taiba) সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে ৷

সোশ্যাল মিডিয়ায় আজাদের বিরুদ্ধে একটি পোস্টার পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, গুলাম নবি আজাদ কংগ্রেস ছেড়ে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) রাজনীতিতে ফিরেছেন বিজেপির (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাতেই ৷

একই সঙ্গে সেখানে দাবি করা হয়েছে যে গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে বৈঠক করেছেন ৷ পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ওই জঙ্গি সংগঠনের অভিযোগ, কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে ৷

কিন্তু সরাসরি আজাদকে খুনের হুমকি দেয়নি ওই জঙ্গি সংগঠন ৷ বরং তারা সাম্প্রতিককালে খুন হওয়া কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের নাম উল্লেখ করেছে ৷ রাহুল ভাটের সঙ্গে অজিত ডোভালের যোগাযোগ ছিল বলে ওই জঙ্গি সংগঠনের দাবি ৷ তারা জানিয়েছে, উপত্যকায় আরও অনেকে রয়েছেন, যাঁরা সরাসরি কেন্দ্রের হয়ে কাজ করছেন ৷ তাঁদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করা হবে ৷

গুলাম নবি আজাদ প্রায় 50 বছর কংগ্রেসী রাজনীতিতে ছিলেন ৷ সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়েছেন ৷ তার পর নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেছেন ৷ তার আগে তিনি কাশ্মীরের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ৷ জনসংযোগ করছেন ৷ এই পরিস্থিতিতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে ৷ তাই তাঁর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন :মানুষকে বিভ্রান্ত করব না, 370 ধারা ফেরানো সম্ভব নয়: আজাদ

ABOUT THE AUTHOR

...view details