জলপাইগুড়ি, 11 মে : রেলের কামরায় এক শিশু অনর্গল কেঁদেই চলেছিল সামনে ৷ খোঁজ নিয়ে জানা গেল চলন্ত ট্রেনে জানালার বাইরে হাত গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম সে ৷ চলন্ত ট্রেনে কীভাবে শিশুর চিকিৎসা হবে, দিশাহীন পরিবার ৷ মুশকিল আসান হলেন এক সহযাত্রী ৷ শিশুর উপযুক্ত চিকিৎসা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর ৷ বিফলে যায়নি প্রচেষ্টা ৷ রেলমন্ত্রীর নির্দেশে মাঝপথেই চিকিৎসা পরিষেবা পেল রেলে সফররত আহত শিশু (Getting passenger's tweet Rail Minister Ashwini Vaishnaw arranges medical treatment for child) ৷ যার উদ্যোগে এতসব সম্ভব হল, সেই নব্যেন্দু মৌলিক রেলকে ধন্যবাদ জানিয়ে লিখলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা নিয়ে সমালোচনা হয় বটে, কিন্তু তা গঠনমূলক হোক ৷
বুধবার ঘটনাটি ঘটে কলকাতাগামী হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেসে ৷ ফেসবুক পোস্টে ঘটনার বিবরণ দিয়ে সমাজসেবী নব্যেন্দু মৌলিক যা লেখেন, তাতে তাঁর সহযাত্রী শিশুটির পরিবার ততটা সড়গড় নয় ৷ একইসঙ্গে ট্রেনের মধ্যে নেটওয়ার্কের জটিলতায় হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না কোনওভাবেই ৷ শিশুটির চিকিৎসা জন্য তাই উপায়ান্তর না-দেখে রেলমন্ত্রীকে টুইটে বিষয়টি সম্পর্কে জ্ঞাত করেন তিনি ৷ নব্যেন্দুবাবু জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই শিশুটির চিকিৎসায় উদ্যোগী হন রেলমন্ত্রী ৷ হাওড়া ডিভিশনের ডিআরএম-কে বিষয়টি জানান অশ্বিনী বৈষ্ণো । বোলপুর শান্তিনিকেতন স্টেশনে শিশুটির চিকিৎসার বন্দোবস্ত করা হয় ৷