পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pind Daan in Gaya: পিতৃপক্ষে গয়ায় ভিড় বাড়ছে বিদেশিদের, পিণ্ডদানে যোগ দিলেন জার্মানিরা - Pind Daan in Gaya

ভারতীয় পোশাক ও সংস্কৃতি বরাবর টানে বিদেশিদের ৷ যার প্রমাণ আগেই দেখা গিয়েছে ইসকনে ৷ সেখানে বছরভর বিদেশিরা ভিড় জমান ৷ এবার পিতৃপক্ষে গয়ায় পিণ্ডদান করতে এলেন জার্মান, রাশিয়া ও ইউক্রেনের বাসিন্দারা ৷ এক-দু'জন নন, রীতিমতো ডজন ডজন বিদেশি পিতৃপক্ষে আসছেন গয়ায় ৷

Etv Bharat
গয়ায় পিণ্ডদান করছেন জার্মান মহিলারা

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 11:02 PM IST

গয়ায় পিণ্ডদান করছেন জার্মান মহিলারা, দেখুন ভিডিয়ো

গয়া, 11 অক্টোবর: বিশ্বখ্যাত পিতৃপক্ষের মেলা চলছে গয়ায় ৷ এই সময়ই কয়েকডজন বিদেশি তীর্থযাত্রী গয়ায় এসেছেন ৷ জার্মান ছাড়াও রাশিয়া ও ইউক্রেন থেকে বিদেশিরাও গয়ায় পিণ্ডদান করতে এসেছেন ৷

আজ বুধবার গয়ার ফল্গু উপকূলে অবস্থিত দেবঘাটে জার্মানি থেকে আসা 12 জন মহিলা ও এক পুরুষ তীর্থযাত্রীরা পিণ্ডদান করেন ৷ তাঁরা পূর্বপুরুষদের জন্য আচার পালন করেন এদিন ৷ এছাড়াও কিছু বিদেশি আগামিকাল বৃহস্পতিবার গয়ায় পিণ্ডদান করবে বলে জানা গিয়েছে ৷ সনাতন ধর্মের প্রতি বিশ্বাসের জেরেই বিদেশিরা পিণ্ডদানে আগ্রহী হচ্ছেন বলে মত বিশেষজ্ঞদের ৷ তাতেই পিতৃপক্ষে বিদেশিদের ভিড় বাড়ছে গয়ায় ৷

এই বিষয়ে বিদেশি পিণ্ডদানকারী মহিলা ইউলিয়া বলেন,"জার্মানি থেকে আবুধাবি হয়ে দিল্লিতে এসেছি ৷ তারপর সেখান থেকে বারাণসী হয়ে গয়া ৷ পিণ্ডদান করে ভালো লাগল ৷ আমরা এখানকার ধর্মীয় সংস্কৃতি দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছি ৷ এখানে এসে শান্তি পাচ্ছি ৷"

আরও পড়ুন : পিরিয়ডসের সময় পিতৃপক্ষে শ্রাদ্ধ-তর্পণের কাজে যোগ দেওয়া নিয়ে সংশয় ? পড়ুন বিশেষজ্ঞের মতামত

গয়ার এই পিণ্ডদান নিয়ে গবেষণাও করছেন বিদেশিরা ৷ এর ফলেই বিদেশিদের গয়ায় আগমন ও তাদের পিণ্ডদানে বিশ্বাস বাড়ছে বলে মনে করা হচ্ছে ৷ বিশেষ করে মহিলাদের বিশ্বাস বেশি বেড়েছে পিণ্ডদানে ৷

এই বিষয়ে ইসকনের প্রচারক তথা পুরোহিত লোকনাথ গৌড় বলেন,"পিণ্ডদান এবং তাদের পূর্বপুরুষদের মুক্তি কামনা করার বিষয়ে বিদেশি মহিলাদের মধ্যে বিশ্বাস বৃদ্ধি পেয়েছে । এই কারণেই বিপুল সংখ্যক মহিলা গয়ায় এসেছেন ৷ বর্তমানে তিনটি দেশ থেকে বিদেশিরা এসেছেন এবং জার্মানির তীর্থযাত্রীরা বুধবার পিন্ড দান করেছেন । তাঁদের কয়েকজনের নাম হল স্বেতলানা, ইরিনা, কেভিন, নাটালিভা, মেরিনা, মার্গারেটা ও ভ্যালেন্টিনা ৷"

আরও পড়ুন : পিতৃপক্ষে পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে কী কী করণীয়, এই সময় কোন কাজ অশুভ ? জানুন বিস্তারিত

ABOUT THE AUTHOR

...view details