নয়াদিল্লি, 19 মার্চ: ভারতের ঝুলিতে এসেছে অস্কার ৷ তাও আবার আরআরআর সিনেমার 'নাতু নাতু' গানের (Naatu Naatu song) হাত ধরে ৷ ফলে ভারতবাসীর খুশি যেন বাঁধ মানছে না ৷ এখন 'নাতু নাতু' গানের ছন্দে পা মেলাচ্ছে আসমুদ্র হিমাচলের মানুষ ৷ আর এর থেকে বাদ নেই বিদেশিরাও ৷ এবার ভারতের অস্কার জয় উদযাপনে যোগদান দিলেন জার্মান রাষ্ট্রদূত ৷ ভারতের জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যানকে (German Ambassador to India Philipp Ackermann) পুরানো দিল্লির রাস্তায় জনপ্রিয় নাতু নাতু গানে পা মেলাতে দেখা গিয়েছে ৷ ফিলিপ নাতু নাতু গানে নাচের ভিডিয়ো তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন ।
এই জার্মান রাষ্ট্রদূতকে ভারতীয় পোশাকে (Indian ethnic wear) দেখা গিয়েছে ভিডিয়োতে । যেখানে তিনি একটি নীল কুর্তা এবং সাদা পায়জামা পরে রয়েছেন ৷ ফিলিপ এবং তাঁর ইন্দো-জার্মান দলকে (Indo-German team) আইকনিক লালকেল্লার (Red Fort) সামনে আরআরআর সিনেমার (Telugu movie RRR) নাতু নাতুর গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে । ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল ছেলেমেয়ে এই গানে মনের আনন্দে রাস্তায় নাচছেন ৷ জার্মান রাষ্ট্রদূত ও তাঁর দলের নাচ দেখতে চারপাশে জড়ো হয়েছে ভিড় ৷ এমনকী তারাও পা মেলাচ্ছেন নাতু নাতুর তালে ৷ করতালি দিয়ে অভিবাদন জানান সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন ৷