বালাসোর, 1 জুলাই: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রায় একমাস পর বদলি করা হল দক্ষিণ-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অর্চনা জোশীকে ৷ শুক্রবার তাঁকে কর্ণাটকে ইয়েলাহাঙ্কা রেল হুইল ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার হিসেবে স্থানান্তরিত করা হয়েছে ৷ রেলওয়ে বোর্ডের অনুমোদনে মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি অর্চনার জায়গায় অনিলকুমার মিশ্রকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ করল ৷
2 জুন ওড়িশার বালাসোরে তিনটি ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনায় 290 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ আর জখম ব্যক্তির সংখ্যা 1 হাজারেরও বেশি ৷ এই দুর্ঘটনার পর রেলের বহু উচ্চাধিকারিককে বদলি করা হয়েছে ৷ এর আগে রেল কর্তৃপক্ষ 5 জন উচ্চাধিকারিককে বদলি করেছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন রেলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ৷
অর্চনা জোশী 2021 সালের 30 জুলাই তিনি দক্ষিণ-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হন ৷ 1985 সালের ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস বা আরআরটিএস-এর আধিকারিক ছিলেন ৷ রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের উচ্চাধিকারিক হিসেবে কর্মরত ছিলেন ৷ এবার অর্চনা জোশী কর্ণাটকে ইয়েলাহাঙ্কা রেল হুইল ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন ৷