ঝাঁসি, 20 জানুয়ারি: তাঁর নাম ছিল সানা ৷ সমকামী সানা ভালোবাসতেন সোনালকে ৷ তাঁদের সম্পর্কের বয়স পাঁচবছর ৷ ঠিক ছিল, দু'জনে একে অপরকে বিয়ে করবেন ৷ কিন্তু, বিয়ের আগেই সঙ্গিনীকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নেন সানা ৷ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করিয়ে নারী থেকে পুরুষ হন তিনি (Gender Change for Love) ৷ কিন্তু, তাঁকে এই রূপে মেনে নিতে পারেননি সোনাল ৷ সাফ জানিয়ে দেন, একজন ছেলেকে বিয়ে করা তাঁর পক্ষে সম্ভব নয় ৷ সানাকে সোনাল বলেন, "যাও, আবার নিজের লিঙ্গ পরিবর্তন কর ! পুরুষ থেকে আবার নারী হয়ে ওঠো !" উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসির (Jhansi) এই ঘটনায় উঠেছে প্রতারণার অভিযোগ ৷ জল গড়িয়েছে আদালত পর্যন্ত ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত অস্ত্রোপচারের প্রাথমিক ধাপটি সারতে নয়াদিল্লির গাঙ্গুরাম হাসপাতালে যান সানা ৷ অস্ত্রোপচার করে তাঁর বক্ষদেশ পুরুষের মতো করে দেন চিকিৎসকরা ৷ সানাও নিজের নাম বদলে হয়ে যান সোহেল খান ! এরপর সোনালের জন্য একটি সরকারি হাসপাতালে কাজের ব্যবস্থাও করে দেন সানা ওরফে সোহেল ৷ কিন্তু, এই ঘটনার পরই তাঁদের সম্পর্কে ফাটল ধরে ৷
আরও পড়ুন:স্বামী উচ্চমাধ্যমিক পাশ, বিয়ের 2 বছর পর বিবাহবিচ্ছেদের মামলা করলেন স্ত্রী