পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

GDP growth : অর্থনীতিতে আশার আলো, একলাফে জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে - জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে

চলতি অর্থবর্ষে একলাফে 20.1 শতাংশে পৌঁছল দেশের জিডিপি (GDP growth) ৷ এপ্রিল-জুনের মধ্যে দেশের অর্থনীতিতে এই উন্নতি দেখা যাচ্ছে, গত অর্থবর্ষে যা মাইনাস ২৪.৪ শতাংশ ছুঁয়েছিল ।

জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে
জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে

By

Published : Aug 31, 2021, 11:00 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট : কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার পরও জিডিপি (Gross Domestic Product- GDP) বৃদ্ধির হার 20.1 শতাংশ ছুঁল ৷ আগের বছর করোনার প্রকোপে তা মাইনাস 24.4 শতাংশে নেমে গিয়েছিল ৷ চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের মধ্যেই অর্থনীতিতে এই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে মঙ্গলবার ন্যাশানাল স্ট্যাটিসটিক্যাল অফিসের (National Statistical Office- NSO) তরফে জানানো হয়েছে ৷

এনএসও জানাচ্ছে, এমনটা এর আগে দেখা যায়নি ৷ গত বছর করোনার জন্য দেশজোড়া লকডাউন চলেছে ৷ তারপরও চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ৷ তার ফলে নতুন করে বিধি-নিষেধ জারি করতে হয়েছে রাজ্যগুলিকে ৷ এই অবস্থায় গত অর্থবর্ষে জিডিপি মাইনাসে নেমে যায় ৷ সেখান থেকে এই এপ্রিল-জুনে তার 20.1 শতাংশ বৃদ্ধি ঘটল ৷ কোভিডের আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যা ছিল, সেখানে এখনও পৌঁছনো না গেলেও জিডিপির এই বৃদ্ধি আশাব্যঞ্জক বলে দাবি করছেন বিশেষজ্ঞরা ৷

চলতি এপ্রিল-জুনে জিডিপি 32,38,020 কোটি টাকায় দাঁড়িয়েছে ৷ 2019-20 অর্থবর্ষের একই সময়ে তা 35,66,708 কোটি টাকা ছিল ৷ দু'বছর আগের তুলনায় কম হলেও গত বছরের তুলনায় এটা বেশ ভাল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ গত বছর দেশব্যাপী লকডাউনের সময় এই এপ্রিল-জুনেই জিডিপি সঙ্কুচিত হয়ে 26,95,421 কোটি টাকায় দাঁড়িয়েছিল ৷

আরও পড়ুন : Family Pension : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধিতে সায় কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details