হায়দরাবাদ, 20 ডিসেম্বর: ছড়াল রামধনু রং ৷ সমাজের বাঁকা চোখ, অধরা আইনি স্বীকৃতির বাধাকে উপেক্ষা করে জিতল ভালবাসা ৷ যেন পূর্ণতা পেল এক মানবিক সম্পর্ক ৷ হায়দরাবাদ সাক্ষী থাকল মন ভাল করা এক 'অন্য প্রেমের গল্প'-এর ৷
গত শনিবার হায়দরাবাদে বিবাহ বন্ধনে আবদ্ধে হয়েছেন কলকাতার যুবক সুপ্রিয় চক্রবর্তী (31) ও তেলেঙ্গানার বাসিন্দা অভয় ডাংরে (34) ৷ তেলাঙ্গানা এই প্রথম সাক্ষী থাকল সমকামী কোনও যুগলের বিয়ের (gay couple get married in Telangana) ৷ তবে সামাজিক কটাক্ষের ভয়ে লুকিয়ে নয় সুপ্রিয় ও অভয় নিজেদের বিয়ে সেরেছেন সমাজের আর পাঁচজনের মতোই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই ৷ করেছেন আংটি বদল ৷ গোটা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বাঙালি ও পঞ্জাবি রীতি মেনে ৷ বিয়ের আগে হয়েছে তাঁদের মেহেন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠানও ৷ ছিল সঙ্গীতের আয়োজনও ৷ সুপ্রিয় পেশায় চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ৷ আইটি সেক্টরে কাজ করেন অভয় ৷
আরও পড়ুন : গ্রেটার নয়ডায় বহুতল থেকে রহস্যজনকভাবে পড়ে কোমায় বাংলার যুবতী, তদন্ত শুরু পুলিশের
নিজেদের আলাপ সম্পর্কেও অকপট এই নবদম্পতি ৷ জানিয়েছেন, আট বছর আগে একটি ডেটিং অ্যাপে তাঁদের প্রথম আলাপ ৷ আলাপের একমাস পরেই প্রেমিক অভয়ের সঙ্গে নিজের পরিবারের সদস্যদের আলাপ করান সুপ্রিয় ৷ প্রথমে অবাক হলেও ধীরে ধীরে তাঁদের সম্পর্ক মেনে নেন পরিবারের সদস্যরা ৷ সুপ্রিয়র কথায়, "আমাদের সম্পর্কের শুরু থেকেই আমরা নিজেদের পরিবারকে এর অন্তর্ভূক্ত করেছিলাম ৷"
2018 সালের 6 সেপ্টেম্বর নিজেদের ঐতিহাসিক রায়ে ভারতে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সম্পর্ক স্বীকৃতি পেলেও এদেশে এখনও বৈধ নয় সমলিঙ্গের যুগলের মধ্যে বৈবাহিক সম্পর্ক ৷ এছাড়াও সমাজের কটাক্ষ, মশকরা, উপেক্ষা তো রয়েছেই ৷ কিন্তু এতকিছু নিয়ে ভাবতে রাজি নন সুপ্রিয়-অভয় ৷ তাঁরা জানিয়েছেন পরস্পরকে পেয়ে তাঁরা খুশি ৷ ভারতে সমকামী বিবাহ স্বীকৃতি পেলে তাঁরা আইন মেনে রেজিস্ট্রি করবেন বলেও জানিয়েছেন ৷