নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর:টুইটার বা কম্পিউটার নয়, আমাদের রক্ত দিয়ে তৈরি হয়েছে কংগ্রেস (Gave my blood to Congress)৷ জম্মুর মেগা মিছিল (Mega rally in Jammu) থেকে এ কথা বললেন গুলাম নবি আজাদ (Azad New Party)৷ সেই সভা থেকেই তাঁর নতুন দল গঠন নিয়েও নানা কথা জানালেন তিনি ৷ বললেন (Ghulam Nabi Azad), তাঁর দলের নাম ও পতাকা ঠিক করবেন জম্মু ও কাশ্মীরের মানুষ ৷ ভূস্বর্গকে পূর্ণ রাজ্য হিসেবে পুনর্বহাল এবং সেখানকার অধিবাসীদের জমি ও চাকরির প্রতি অধিকার ফিরিয়ে আনাই তাঁর দলের মূল লক্ষ্য হবে বলে জানান কংগ্রেস থেকে পদত্যাগ করা শীর্ষ নেতা ৷
পাঁচ দশকেরও বেশি সময় কংগ্রেসে কাটিয়ে ইস্তফা দেওয়ার পর এটাই ছিল গুলাম নবি আজাদের প্রথম রাজনৈতিক সভা ৷ জম্মুর এই সভা থেকেই তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত আমার দলের নাম ঠিক করিনি ৷ জম্মু ও কাশ্মীরের মানুষই দলের জন্য নাম ও পতাকা ঠিক করবে ৷ আমার দলের জন্য আমি একটি হিন্দুস্থানি নামই রাখব, যাতে সবাই তা বুঝতে পারে ৷ আমার দলের মূল ফোকাস থাকবে, পূর্ণ রাজ্যের মর্যাদা ও অধিবাসীদের জমি ও কর্মসংস্থানের অধিকার ফিরিয়ে দেওয়া ৷"