পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Azad New Party: কংগ্রেসকে আমার রক্ত দিয়েছি, জম্মুর মেগা মিছিল থেকে হুংকার আজাদের

কংগ্রেসকে আমার রক্ত দিয়েছি (Gave my blood to Congress)৷ জম্মুর মেগা মিছিল (Mega rally in Jammu) থেকে বললেন কংগ্রেস থেকে পদত্যাগ করা শীর্ষ নেতা গুলাম নবি আজাদ (Azad New Party)৷ তাঁর দলের নাম জম্মু ও কাশ্মীরের মানুষই ঠিক করবে বলে জানান তিনি (Ghulam Nabi Azad)৷

Gave my blood to Congress, says Ghulam Nabi Azad as he Set To Launch Party, holds mega rally in Jammu
কংগ্রেসকে আমার রক্ত দিয়েছি, জম্মুর মেগা মিছিল থেকে হুংকার আজাদের

By

Published : Sep 4, 2022, 2:18 PM IST

Updated : Sep 4, 2022, 3:36 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর:টুইটার বা কম্পিউটার নয়, আমাদের রক্ত দিয়ে তৈরি হয়েছে কংগ্রেস (Gave my blood to Congress)৷ জম্মুর মেগা মিছিল (Mega rally in Jammu) থেকে এ কথা বললেন গুলাম নবি আজাদ (Azad New Party)৷ সেই সভা থেকেই তাঁর নতুন দল গঠন নিয়েও নানা কথা জানালেন তিনি ৷ বললেন (Ghulam Nabi Azad), তাঁর দলের নাম ও পতাকা ঠিক করবেন জম্মু ও কাশ্মীরের মানুষ ৷ ভূস্বর্গকে পূর্ণ রাজ্য হিসেবে পুনর্বহাল এবং সেখানকার অধিবাসীদের জমি ও চাকরির প্রতি অধিকার ফিরিয়ে আনাই তাঁর দলের মূল লক্ষ্য হবে বলে জানান কংগ্রেস থেকে পদত্যাগ করা শীর্ষ নেতা ৷

পাঁচ দশকেরও বেশি সময় কংগ্রেসে কাটিয়ে ইস্তফা দেওয়ার পর এটাই ছিল গুলাম নবি আজাদের প্রথম রাজনৈতিক সভা ৷ জম্মুর এই সভা থেকেই তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত আমার দলের নাম ঠিক করিনি ৷ জম্মু ও কাশ্মীরের মানুষই দলের জন্য নাম ও পতাকা ঠিক করবে ৷ আমার দলের জন্য আমি একটি হিন্দুস্থানি নামই রাখব, যাতে সবাই তা বুঝতে পারে ৷ আমার দলের মূল ফোকাস থাকবে, পূর্ণ রাজ্যের মর্যাদা ও অধিবাসীদের জমি ও কর্মসংস্থানের অধিকার ফিরিয়ে দেওয়া ৷"

আরও পড়ুন:আমার বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, কংগ্রেস থেকে পদত্যাগ নিয়ে বিস্ফোরক আজাদ

এ দিন কংগ্রেসকে একহাত নিয়ে আজাদ বলেন, "এখন কংগ্রেসের কর্মীরা বাসে করে জেলে যান, তাঁরা ডিজিপি ও কমিশনারকে ফোন করেন আর নিজেদের নাম লিখিয়ে এক ঘণ্টার মধ্যে ছাড়া পেয়ে যান ৷ এই কারণেই কংগ্রেসে আর উন্নতি হচ্ছে না ৷" কংগ্রেস কর্মীদের একাংশের বিরুদ্ধে তোপ দেগে আজাদ আরও বলেন, "কংগ্রেস আমাদের রক্ত দিয়ে তৈরি হয়েছে ৷ টুইটার আর কম্পিউটার দিয়ে তৈরি হয়নি ৷ লোকেরা আমাদের মর্যাদাহানির চেষ্টা করছেন, অথচ তাঁরা কম্পিউটার ও টুইটারের মধ্যেই সীমাবদ্ধ ৷ কংগ্রেসকে যে আর কোনও ময়দানে দেখা যাচ্ছে না, এটাই তার কারণ ৷"

Last Updated : Sep 4, 2022, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details