গুয়াহাটি, 8 জানুয়ারি: 9 পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিল গুয়াহাটি হাইকোর্ট (Gauhati High Court) ৷ এই নয় পুলিশকর্মীর (Nine Police Personnel) বিরুদ্ধে অভিযোগ হল, তাঁরা পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্তের উপর অকথ্য অত্যাচার করেছেন ৷ তার জেরেই এই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তির উপর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, তাঁর নাম মনোজ উপাধ্য়ায় ৷ 2018 সালে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে ৷
মনোজের বিরুদ্ধে গুয়াহাটির ভারলুমুখ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই সময় ওই থানার ন'জন পুলিশকর্মী তাঁকে বেধড়ক মারধর করেন ৷ চরম শারীরিক নিগ্রহের শিকার হন ওই ব্যক্তি ৷ টানা তিনদিন তাঁর উপর এই অত্য়াচার চলে ৷ তবে, মনোজও চুপ করে থাকেননি ৷ তিনদিন পর তাঁকে যখন আদালতে পেশ করা হয়, তিনি আদলতকে তাঁর শরীরের আঘাত দেখান ৷ তা সত্ত্বেও পুলিশ আরও পাঁচদিনের জন্য মনোজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ৷ কিন্তু, মনোজের আঘাত দেখার পর সংশ্লিষ্ট বিচারক পুলিশের এই আর্জি খারিজ করে দেন ৷
আরও পড়ুন:মায়ের অন্ধবিশ্বাসের বলি একরত্তি, কোদাল দিয়ে কোপানো হল ছ'মাসের শিশুকে!