নয়াদিল্লি, 5 এপ্রিল:কুখ্য়াত গ্য়াংস্টার দীপক বক্সারকে দেশে ফিরিয়ে আনা হল ৷ ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড এই দীপক বক্সার এতদিন প্রশাসনের খাতায় কলমে পলাতক ছিল ৷ শেষ পর্যন্ত মেক্সিকো পুলিশ তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেয় ৷ বুধবার নয়াদিল্লিতে তাকে আনা হয়েছে ৷ দেশের বাইরে অভিযানে এই প্রথম কোনও গ্যাংস্টারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ সূত্রে খবর, স্পেশাল সেলের দুই সদস্যের একটি দল দীপকের সঙ্গে মেক্সিকো থেকে ইস্তাম্বুল হয়ে রাজধানীর ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের আসে ৷ ভোর 6 টায় তাকে দিল্লিতে নিয়ে আসা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপকের বিরুদ্ধে খুন, অপহরণ-সহ একাধিক অভিযোগ আছে ৷ অন্য অভিযোগের পাশাপাশি উত্তর দিল্লির সিভিল লাইনস এলাকায় এক প্রমোটারকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ৷ তাকে প্রাথমিকভাবে এই যাবতীয় অপরাধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
জাতীয় পর্যায়ের বক্সিং চ্যাম্পিয়নশিপে জয়ী এই গ্যাংস্টার, মেক্সিকো হয়ে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে গিয়েই ধরা পড়ে যায় ৷ ধরা পড়ার আগে অবশ্য় দিল্লি এবং ভারতের একাধিক রাজ্যে অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিল তার ৷ এমনটাই পুলিশের কাছে খবর। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (স্পেশাল সেল) এইচজিএস ধালিওয়াল জানান, মেক্সিকোয় যাওয়ার ক্ষেত্রে একাধিক রুট ব্য়বহার করেছিল দীপক ৷ এমনকী বেশ কিছু জায়গায় সে থেকেওছিল ৷ এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিল সে ৷ শেষ পর্যন্ত নিউদিল্লির মার্কিন দূতাবাসের সহায়তায় জালে ধরা পড়ে সে।