পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাংবাদিককে খুনের চেষ্টার মামলায় স্বস্তি ছোটা রাজনের - সিবিআই

1997 সালে মুম্বইয়ে এক সাংবাদিককে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ সেই ঘটনায় নাম জড়ায় কুখ্য়াত গ্য়াংস্টার ছোটা রাজনের৷ কিন্তু পুলিশ বা সিবিআই, কেউই এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি৷ শনিবার বিশেষ আদালতে মামলার ক্লোজার রিপোর্ট জমা দেয় সিবিআই৷ তাতে সায় দিয়ে ছোটা রাজনকে এই অভিযোগ থেকে মুক্তি দেয় আদালত৷

gangstar chhota rajan cleared of all charges for murder attempt on journalist in 1997
সাংবাদিককে খুনের চেষ্টার মামলায় স্বস্তি ছোটা রাজনের

By

Published : Feb 7, 2021, 4:32 PM IST

মুম্বই, 7 ফেব্রুয়ারি : 1997 সালে এক সাংবাদিককে খুনের চেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেল কুখ্য়াত গ্য়াংস্টার ছোটা রাজন ৷ শনিবার এ বিষয়ে সিবিআইয়ের ক্লোজার রিপোর্টে সায় দিয়েছে বিশেষ আদালত ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, ওই ঘটনার সঙ্গে ছোটা রাজনের কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি৷ উল্লেখ্য, 1997 সালে সাংবাদিক বলজিৎ পার্মারকে লক্ষ্য করে গুলি করে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ৷ সেই সময় অপরাধ সংক্রান্ত বিভিন্ন খবর করতেন বলজিৎ৷ সিবিআইয়ের দাবি, তাঁর উপর হামলার পর মামলা রুজু হয় ৷ অথচ শুনানি চলাকলীন বলজিৎ নিজেই বেপাত্তা হয়ে যান ৷ শনিবার এই মর্মেই আদালতে ক্লোজার রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

1997 সালে মুম্বইয়ের অ্য়ান্টপ হিল পুলিশ স্টেশনে একটি এফআই করা হয়৷ তাতে দাবি করা হয়, বলজিৎকে খুনের জন্যই তাঁর উপর হামলা চালায় দুই আততায়ী৷ মোটরবাইকে সওয়ার অজ্ঞাতপরিচয় দুই ব্য়ক্তি বলজিৎকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে৷ সেই সময় নিজের গাড়ি চালকের জন্য একটি বহুতলের বাইরে অপেক্ষা করছিলেন বলজিৎ৷ ঘটনাটি ঘটেছিল 1997 সালের 12 জুন৷ ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাদের বিরুদ্ধে চার্জশিটও তৈরি করা হয়৷ নাম জড়ায় ছোটা রাজন-সহ রোহিত বর্মা নামে আরও এক ব্যক্তির৷ ধৃতদের দাবি ছিল, ছোটা রাজনের কথাতেই চালানো হয়েছিল হামলা৷

আরও পড়ুন:সেনেগাল থেকে গ্রেপ্তার ছোটা রাজন ঘনিষ্ঠ রবি পূজারি

শনিবার বিশেষ আদালতের পর্যবেক্ষণ ছিল, একমাত্র এফআইআরেই ছোটা রাজনের নাম উল্লেখ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, দলবীর সিং নামে এক ব্য়ক্তি নাকি সেই সময় ছোটা রাজনের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন৷ কিন্তু এর বাইরে কোথাও গ্য়াংস্টারের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি৷ পরবর্তী সিবিআইয়ের গোয়েন্দারাও এ বিষয়ে কোনও তথ্য হাতে পাননি৷ পাশাপাশি, যে সাংবাদিককে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল, মামলার শুনানি চলাকালীন তাঁর কোনও হদিসই পাওয়া যায়নি৷ যে ঠিকানা তিনি প্রশাসনের কাছে উল্লেখ করেছিলেন, সেখানেও তাঁর খোঁজ মেলেনি৷

ABOUT THE AUTHOR

...view details