ধোলপুর (রাজস্থান), 22 ডিসেম্বর:নাবালিকাকে একাধিকবার 'ধর্ষণ' পরে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে (Minor allegedly raped by her family members )। নানা বাধা অতিক্রম করে শেষমেশ থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police is investigating the matter) । ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ধোলপুরে। পাশাপাশি নাম জড়িয়েছে কলকাতারও ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার বয়স 16 বছর । বছর দুয়েক আগে তার বাবাকে পুলিশ গ্রেফতার করে । সে সময় নির্যাতিতা তার দিদির বাড়ি চলে যায় । অভিযোগ এরপরই তার উপর শুরু হয় নির্যাতন । নাবালিকার দাবি, প্রথম থেকেই জামাইবাবু তার সঙ্গে দুর্ব্যবহার করত । কদিন পর থেকে তাকে নিয়মিত ধর্ষণ করতে থাকে । পরিবারের আরও এক সদস্যও একইভাবে নির্যাতন চালাত বলে অভিযোগ । সম্পূর্ণ ঘটনাটি জানার পরও নির্যাতিতার দিদি কোনও ব্যবস্থা নেননি বলে মনে করছেন তদন্তকারী অধিকারিকরা ।