পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Year 2023: বর্ষ শুরুর ভোরে বারাণসীতে গঙ্গারতি-প্রার্থনা, উপচে পড়ল ভিড় - বছর শুরুর সকালেই বারাণসীতে গঙ্গারতি

মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা ও গঙ্গা আরতি দিয়ে শুরু হল নতুন বছর(New Year 2023)৷ ভগবান শিবের ভস্মারতি দেখতে রবিবার এই মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

Etv Bharat
বারাণসীতে গঙ্গারতি

By

Published : Jan 1, 2023, 12:09 PM IST

বারাণসী (উত্তর প্রদেশ), 1 জানুয়ারি: নতুন বছর উপলক্ষে রবিবার ভোরে বারাণসীর অসি ঘাটে হল গঙ্গারতি ৷ পাশাপাশি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভগবান শিবের ভস্মারতি-সহ গঙ্গারতি দেখার জন্য অসি ঘাটে ভিড় জমালেন অগণিত ভক্ত(Ganga Aarti Performed in Varanasi on First Day of New Year 2023)৷

মহাকালেশ্বর মন্দিরের ভস্ম আরতিকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় ৷ কারণ 12 টির মধ্যে এটিই একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিবলিঙ্গে ভস্ম প্রয়োগ করা হয় ৷ সেই জন্যেই সারা বিশ্ব থেকে লোকেরা এখানে যোগ দিতে আসেন বলে মনে করেন মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা ৷

বারাণসীতে মহাকালেশ্বর মন্দির ছাড়াও মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরেও রবিবার নববর্ষের সকালে প্রার্থনা করা হয় ৷ এখানে সকালের আরতি দেখতে ভিড় জমান ভক্তরা ৷ প্রভাদেবী এলাকায় অবস্থিত এই মন্দিরে বছরের প্রথম দিন ভগবান গণেশের আশীর্বাদ নিতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

আরও পড়ুন :গুরুভায়ুর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের 101টি ছবি উপহার দিলেন জাসনা

ABOUT THE AUTHOR

...view details