হুবলি, 16 সেপ্টেম্বর: কর্ণাটকের হুবলিতে আমেরিকান ডায়মন্ড ক্রিস্টাল দিয়ে গণেশ মূর্তি তৈরি করলেন শিল্পী মহেশ মুরাগোদা ৷ যে গণেশ মূর্তির মূল্য 12 লক্ষ টাকা ৷ ছোট ছোট আমেরিকান ডায়মন্ড ক্রিস্টাল হীরে দিয়ে মুখ বাদ দিয়ে গণেশের শরীরে এবং পোশাক ডিজাইন করা হয়েছে ৷ আগামী মঙ্গলবার গণেশ পুজো ৷ সেই দিন এই 12 লক্ষ টাকার ক্রিস্টাল দিয়ে তৈরি গণেশ মূর্তি পুজো করা হবে ৷ বেঙ্গালুরুর একটি পুজোর উদ্যোক্তারা এ বছর আমেরিকান হীরে ক্রিস্টাল দিয়ে এই গণেশ মূর্তি তৈরি করিয়েছে ৷ ইতিমধ্যেই মূর্তিটিকে করা নিরাপত্তার মধ্যে দিয়ে বেঙ্গালুরু পাঠানো হয়েছে ৷
হুবলির বাম্মাপুরের বাসিন্দা প্রতিমা শিল্পী মহেশ মুরাগোদা এবং তাঁর দল এই মূর্তিটি তৈরি করেছেন ৷ বেঙ্গালুরুর রাজাজিনগর সেকেন্ড স্টেজ মিল্ক কলোনির 5 নম্বর মেইন রোডে অবস্থিত স্বস্তিকা ইয়ুথ অ্যাসসিয়েশনের পুজো মণ্ডপে আগামী 18 সেপ্টেম্বর গণেশ মূর্তিটি স্থাপন করা হবে ৷ মূর্তির উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি ৷ আর এর ওজন 150 কেজি বলে জানিয়েছেন শিল্পী মহেশ মুরাগোদা ৷ তিনি জানিয়েছেন, গণেশ মূর্তির মুখে কোনও রকম কারুকার্য করা হয়নি ৷ বাকি মূর্তির গায়ে 60 হাজার ডায়মন্ড ক্রিস্টাল ও নবরত্ন ক্রিস্টাল দিয়ে সাজানো হয়েছে ৷