বেঙ্গালুরু, 31 অগস্ট: হুবাবলি-ধরওয়াদের ইদগাহ মাঠে গণেশ চতুর্থী করার অনুমতি বহাল রাখল কর্নাটক হাইকোর্ট (Ganesh Chaturthi Rituals at Hubballi Eidgah Karnataka) ৷ মধ্যরাতের শুনানিতে কর্নাটক হাইকোর্ট ধরওয়াদ পৌরনিগমের সিদ্ধান্তকেই বহাল রেখেছে ৷ প্রসঙ্গত, ওই জমি নিয়ে বিবাদ রয়েছে, এই দাবিতে গণেশ পুজো (Ganesh Chaturthi 2022) করার অনুমতির বিরুদ্ধে আবেদন করা হয়েছিল ৷ কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে পুজোর অনুমতি বহাল রেখেছে ৷
বিচারপতি অশোক এস কিনাগী এই সংক্রান্ত মামলাটি খারিজ করে দিয়েছেন ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে পুজো যে অনুমতি হুবাবলি-ধরওয়াদের ইদগাহ মাঠে দেওয়া হয়েছিল, তা বহাল রেখেছেন ৷ আদালতে রায়ে বলা হয়েছে, ‘‘জমি নিয়ে সমস্যা থাকলে তা প্রশাসনের ভাবনার বিষয় ৷ কিন্তু, তারা সেখানে প্রায় নানান কর্মসূচি পালন করছে ৷ তাই আবেদনকারী পুজোর ক্ষেত্রে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দাবি করেছেন, তার কোনও ভিত্তি নেই এবং সেই কারণে তা খারিজ করা হচ্ছে ৷’’