গান্ধিনগর, 25 নভেম্বর:ন’ মাসের শিশুকে ধর্ষণকাণ্ডে সাজা ঘোষণা করল গান্ধিনগর আদালত ৷ শুক্রবার গুজরাতের গান্ধিনগর আদালতের বিচারপতি দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন ৷ সেইসঙ্গে 10 হাজার টাকা জরিমানাও ধার্য করেছেন ৷ অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড ৷ এছড়াও নির্যাতিতাকে 6 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷
সূত্রের খবর, দোষী লালজিরাম সুরজারাম রবিদাস উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তবে তিনি গান্ধিনগরের দহগাম তালুকের বীরপুরের বজরং স্টিল সেন্টারের লেবার কলোনিতে থাকতেন। 2022 সালের 24 অক্টোবর সকালে 9 মাসের শিশু কন্য়াকে নিজের ঘরে নিয়ে গিয়েছিল ওই ব্যক্তি ৷ সেই সময়েই তার সঙ্গে ঘৃণ্য কাজটি করে সে ৷ শিশুটির কান্না শুনে তার বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হন ৷ কিছু ঘটনা ঘটেছে আঁচ করেই শিশুটির বাবা-মা ওই ব্যাক্তিকে শিশুটির কান্নার কারণ জিজ্ঞাসা করেন ৷ সেই সময়ই সুরজারাম স্বীকার করে নেয় ঘৃ্ণ্য কাজের কথা ৷ জানায় সে রাগের মাথায় এই কাজ করেছে ৷