পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

9 মাসের শিশু কন্যাকে ধর্ষণ! গুজরাতে দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা - শিশু কন্যা ধর্ষণ কান্ডে যাবজ্জীবন কারাদণ্ড

9 Month Old Girl Raped: ন‘ মাসের শিশু কন্যা ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা গান্ধি নগর আদালতের ৷ সেইসঙ্গে 10 হাজার টাকা জরিমানাও ধার্য করেছেন ৷ অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড ৷

Etv Bharat
ন’ মাসের শিশুকে ধর্ষণকাণ্ডে সাজা ঘোষণা করল গান্ধিনগর আদালত

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 8:10 AM IST

Updated : Nov 25, 2023, 8:27 AM IST

গান্ধিনগর, 25 নভেম্বর:ন’ মাসের শিশুকে ধর্ষণকাণ্ডে সাজা ঘোষণা করল গান্ধিনগর আদালত ৷ শুক্রবার গুজরাতের গান্ধিনগর আদালতের বিচারপতি দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন ৷ সেইসঙ্গে 10 হাজার টাকা জরিমানাও ধার্য করেছেন ৷ অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড ৷ এছড়াও নির্যাতিতাকে 6 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

সূত্রের খবর, দোষী লালজিরাম সুরজারাম রবিদাস উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তবে তিনি গান্ধিনগরের দহগাম তালুকের বীরপুরের বজরং স্টিল সেন্টারের লেবার কলোনিতে থাকতেন। 2022 সালের 24 অক্টোবর সকালে 9 মাসের শিশু কন্য়াকে নিজের ঘরে নিয়ে গিয়েছিল ওই ব্যক্তি ৷ সেই সময়েই তার সঙ্গে ঘৃণ্য কাজটি করে সে ৷ শিশুটির কান্না শুনে তার বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হন ৷ কিছু ঘটনা ঘটেছে আঁচ করেই শিশুটির বাবা-মা ওই ব্যাক্তিকে শিশুটির কান্নার কারণ জিজ্ঞাসা করেন ৷ সেই সময়ই সুরজারাম স্বীকার করে নেয় ঘৃ্ণ্য কাজের কথা ৷ জানায় সে রাগের মাথায় এই কাজ করেছে ৷

শিশুটিকে উদ্ধার করে তার বাব-মা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, তারপর সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেই সঙ্গে সমস্ত ঘটনা জানিয়ে গান্ধিনগর দহগাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই লালজিরাম সুরজারাম রবিদাসকে গ্রেফতার করে পুলিশ ৷
আদালতের রায়: গান্ধিনগর আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করে । অভিযুক্ত ব্যক্তি জরিমানা না দিলে, IPC-এর 363 এ এবং বি ধারা অনুযায়ী 3 মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়ার কথাও ঘোষণা করে । পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত ।

আরও পড়ুন:

  1. সালিশিসভায় ধর্ষণের বিচার ! অপমানে আত্মহত্যার চেষ্টা নাবালিকা নির্যাতিতার
  2. পাঁচ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, 2 অভিযুক্তের ফাঁসি
  3. খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ জামাইবাবুর !
Last Updated : Nov 25, 2023, 8:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details