পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahatma Gandhi : দীপাবলিতে ব্রিটিশ রয়্যাল মিন্ট কালেকশনের মুদ্রায় মহাত্মা গান্ধি - Heena Glover

ভারতের দীপাবলি উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ৷ তার প্রমাণ, এই উৎসব উপলক্ষ্যে জাতির জনকের জীবনের উপর তৈরি কয়েন, যা ব্রিটিশ রয়্যাল মিন্ট কালেকশনের অংশ ৷

মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাতে কয়েন
মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাতে কয়েন

By

Published : Nov 4, 2021, 11:23 AM IST

লন্ডন, 4 নভেম্বর : একটি কয়েন, যার মাঝে থাকবে ভারতের জাতীয় ফুল 'পদ্ম' এবং মহাত্মা গান্ধির বিখ্যাত উক্তি ৷ এমন একটি বিশেষ সংগ্রাহক কয়েন প্রকাশের কথা ঘোষণা করলেন ব্রিটিশ সরকারের কোষাধ্যক্ষ প্রধান ঋষি সুনক ৷ ভারতের উৎসব দীপাবলি উদযাপনে এমন অভিনব উদ্যোগ, জানিয়েছেন তিনি ৷ এই কয়েন 'নন-সারকুলেটিং' (Non Circulating) অর্থাৎ এই মুদ্রা কোনও কেনা-বেচায় ব্যবহার করা যাবে না ৷

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মহাত্মা গান্ধির জীবন ও তাঁর আদর্শকে ব্রিটিশ বিশেষ সংগ্রাহক কয়েনের (British special collectors' coin) মাধ্যমে তুলে ধরার এমন প্রচেষ্টা এই প্রথম ৷ এই কয়েনের মাঝখানে এক সময়ের উপনিবেশ ভারতের জাতীয় ফুলের সঙ্গে থাকবে গান্ধির কথা "আমার জীবনই আমার বাণী" (My life is my message) ৷ এই কয়েনটি ব্রিটেনের 'ব়য়্যাল মিন্ট কালেকশন'-এর (Royal Mint's collection) অংশ হবে ৷ কয়েনটি ডিজাইন করেছেন শিল্পী হিনা গ্লোভার (Heena Glover) ৷

আরও পড়ুন : Independence Special : স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল সবরমতী আশ্রম

সুনক (U.K. Treasury Chief Rishi Sunak) একটি বিবৃতিতে জানিয়েছেন, "দীপাবলি চালাকালীন এই কয়েন উন্মোচন করে আমি গর্বিত বোধ করছি ৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মহাত্মা গান্ধি ৷ এই প্রথম ব্রিটিশ কয়েনের মধ্যে দিয়ে তাঁর অবিস্মরণীয় জীবনকে মনে রাখাটা একটা দারুণ ব্যাপার হবে ৷"

5 পাউন্ডের এই কয়েনটি সোনা আর রুপো দিয়ে তৈরি ৷ বৃহস্পতিবার দীপাবলিতে ধনসম্পদের হিন্দু দেবী লক্ষ্মীর (Lakshmi) ছবি খোদাই করা 1 গ্রাম (0.035 oz) এবং 5 গ্রাম (0.18 oz) ওজনের সোনার বাটের (Gold Bars) পাশাপাশি এই বিশেষ কয়েন বিক্রি করা হবে ৷

গত বছর সংখ্যালঘু সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে সুনক 'বৈচিত্র্যময় ব্রিটেন' (Diversity Built Britain) নামক 50 পেনির (50-penny) একটি কয়েন চালু করেন ৷ 2020-র অক্টোবরে ব্রিটেনের বৈচিত্র্যময় ইতিহাস উদযাপন উপলক্ষ্যে প্রায় 100 কোটি সংখ্যক কয়েন (10 million) প্রকাশ করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details