লন্ডন, 4 নভেম্বর : একটি কয়েন, যার মাঝে থাকবে ভারতের জাতীয় ফুল 'পদ্ম' এবং মহাত্মা গান্ধির বিখ্যাত উক্তি ৷ এমন একটি বিশেষ সংগ্রাহক কয়েন প্রকাশের কথা ঘোষণা করলেন ব্রিটিশ সরকারের কোষাধ্যক্ষ প্রধান ঋষি সুনক ৷ ভারতের উৎসব দীপাবলি উদযাপনে এমন অভিনব উদ্যোগ, জানিয়েছেন তিনি ৷ এই কয়েন 'নন-সারকুলেটিং' (Non Circulating) অর্থাৎ এই মুদ্রা কোনও কেনা-বেচায় ব্যবহার করা যাবে না ৷
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মহাত্মা গান্ধির জীবন ও তাঁর আদর্শকে ব্রিটিশ বিশেষ সংগ্রাহক কয়েনের (British special collectors' coin) মাধ্যমে তুলে ধরার এমন প্রচেষ্টা এই প্রথম ৷ এই কয়েনের মাঝখানে এক সময়ের উপনিবেশ ভারতের জাতীয় ফুলের সঙ্গে থাকবে গান্ধির কথা "আমার জীবনই আমার বাণী" (My life is my message) ৷ এই কয়েনটি ব্রিটেনের 'ব়য়্যাল মিন্ট কালেকশন'-এর (Royal Mint's collection) অংশ হবে ৷ কয়েনটি ডিজাইন করেছেন শিল্পী হিনা গ্লোভার (Heena Glover) ৷
আরও পড়ুন : Independence Special : স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল সবরমতী আশ্রম