দিল্লি, 21 জানুয়ারি : রামমন্দির তৈরি করতে এবার কোটি টাকার অনুদান প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের ৷ এই টাকা অনুদান হিসেবে দেওয়ার পর গৌতম গম্ভীর জানিয়েছেন, তাঁর এবং তাঁর পরিবারের তরফে ভারতবাসীর স্বপ্নের এবং গৌরবময় রামমন্দির গঠনের জন্য় এই অনুদান দেওয়া হয়েছে ৷
এদিন গৌতম গম্ভীর একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘গৌরবময় রামমন্দির সব ভারতবাসীর স্বপ্ন ৷ অবশেষে দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধান হয়েছে ৷ এটি দেশে ঐক্য় ও শান্তির পথকে প্রশস্ত করবে ৷ আর তাই সেই চেষ্টা আমার ও আমার পরিবারের তরফে এটি একটি ছোট্টো প্রচেষ্টা ৷’’ দিল্লিতে বিজেপির তরফে কুপনের মাধ্য়মে রামমন্দিরের জন্য় অনুদান সংগ্রহের কাজ শুরু করা হবে ৷ যে কুপনের মূল্য় 10 টাকা, 100 টাকা এবং 1000 টাকা ৷ যত বেশি সম্ভব বাড়ি থেকে এই অনুদান সংগ্রহের চেষ্টা চালাবে বিজেপির কর্মীরা ৷ এমনটাই জানিয়েছেন দিল্লির বিজেপির সাধারণ সম্পাদক কুলজিৎ চাহাল ৷