নয়াদিল্লি, 17 অক্টোবর: মিশনের প্রথম পরীক্ষামূলক যানটি আগামী 21 অক্টোবর পাড়ি দেবে মহাকাশে ৷ তার আগে দেশের 'গগনযান মিশনে'র অগ্রগতি মূল্যায়ন করতে মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই বৈঠকেই দেশের মহাকাশ গবেষণার নয়া রূপরেখা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী ৷
শনিবার সকাল 8টায় মধ্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক যান 'টিভি ডি1' ৷ দেশের মহাকাশ গবেষণা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় বিষয়টি সম্পর্কে জ্ঞাত করা হয়েছে ইতিমধ্যেই ৷ ইসরো যে গগনযান মিশনের জন্য প্রস্তুত, তা এদিনের মূল্যায়ন বৈঠকে পরিষ্কার ৷ একইসঙ্গে ঠিক দু'বছর বাদে অর্থাৎ, 2025 সালে যে যাবতীয় পরীক্ষামূলক ধাপ পেরিয়ে ইসরো তার প্রথম গগনযানটি উৎক্ষেপণ করবে, তাও নিশ্চিত করা হয়েছে ৷
সাম্প্রতিক অতীতে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি চন্দ্রযান 3-এর সফল সফট ল্যান্ডিং দেশের মহাকাশ গবেষণায় জোয়ার এনেছে ৷ পরপরই আদিত্য এল 1-এর সফল উৎক্ষেপণ হয়েছে ইসরোর তরফে ৷ এই সাফল্যের উপর দাঁড়িয়েই প্রধানমন্ত্রী এদিন ভবিষ্যতের নীল নকশা ছকে দিয়েছেন ৷ ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী?