অমৃতসর, 5 মার্চ: পঞ্জাবের অমৃতসরে নির্ধারিত সূচি মেনেই হবে জি-20 গোষ্ঠীর বৈঠক ৷ নিরাপত্তার কারণে পঞ্জাবে এই সম্মেলনের বৈঠক বাতিল হতে পারে বলে খবর রটানো হয়েছে তা ঠিক নয় ৷ রবিবার এই কথা জানানো হয়েছে আপ-শাসিত পঞ্জাব সরকারের তরফ থেকে ৷ এদিন পঞ্জাবের মুখ্যসচিব ভিকে জানুজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সূচি মেনেই জি-20 এর বৈঠকগুলি হচ্ছে, তবে কেউ কেউ এই নিয়ে গুজব ছড়াচ্ছে ৷ এর আগে জানা গিয়েছিল আঞ্জালা এলাকায় পুলিশের সঙ্গে ওয়ারিস পঞ্জাব দে বলে একটি সংগঠনের সদস্যদের যে সংঘর্ষ হয়েছিল তার কারণে অমৃতসরে জি-20 এর আসন্ন বৈঠক বাতিল হতে পারে (Punjab G-20 meetings) ৷
বিষয়টি নিয়ে এদিন একটি টুইট করেন আপ সাংসদ বিক্রমজিৎ সিং ৷ সেই টুইটে তিনি লেখেন, "জি-20 গোষ্ঠীর বৈঠক সূচি মেনেই 15-17 মার্চ অমৃতসরে হবে ৷ বিচ্ছিন্ন একটি ঘটনা কখনও রাজ্যের সামগ্রিক অবস্থার প্রতিফলন হতে পারে না ৷" এই ধরনের ভুল খবর পঞ্জাবের আপ সরকারকে বদনামের চেষ্টা বলেই দেখছে অরবিন্দ কেজরিওয়ালের দল (G-20 Summit in India) ৷