নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনে আগত রাষ্ট্রনেতাদের স্বাগত জানাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি 'অবতার' ৷ সরকারি একটি সূত্রের তরফে এ কথা জানা গিয়েছে ৷ সূত্র জানিয়েছে, জি20 উপলক্ষে ভারত মণ্ডপমে আয়োজিত 'মাদার অফ ডেমোক্রেসি'র প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য শীর্ষ নেতাদের স্বাগত জানাবে সেই এআই অবতার ৷
সরকারি সূত্রের দাবি, এই 'মাদার অফ ডেমোক্রেসি' প্রদর্শনীতে 'বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত' ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রদর্শিত হবে ৷ SF প্রদর্শনীতে পাঠ্য বিষয়বস্তু ছাড়াও ইংরেজি, ফরাসি, ম্যান্ডারিন, ইতালীয়, কোরিয়ান ও জাপানি-সহ মোট 16টি ভাষায় উপস্থাপনা থাকবে ৷ ভারতের গণতান্ত্রিক নৈতিকতার ইতিহাস একাধিক কিয়স্কে সাজানো 26টি ইন্টার অ্যাক্টিভ স্ক্রিনের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দেখানো হবে বলে জানিয়েছে সরকারি সূত্র ৷