পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G20 Summit in Delhi: ভারতের কাছে জি20 শীর্ষ সম্মেলন বড় উপলক্ষ্য ছিল, জানালেন হর্ষ বর্ধন শ্রিংলা - G20 Summit

India Lived Up to Momentous Occasion of G20 Presidency: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি20 শীর্ষ সম্মেলনে নেতৃত্ব দিয়েছেন সফল ভাবে ৷ আর তাঁর নেতৃত্বে ভারতের সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলন দেশের সব রাজ্যে পৌঁছে গিয়েছে বলে ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান মুখ্য সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা ৷

G20 Summit in Delhi ETV BHARAT
G20 Summit in Delhi

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 6:10 PM IST

Updated : Sep 10, 2023, 6:54 PM IST

ভারতের কাছে জি20 শীর্ষ সম্মেলনে বড় উপলক্ষ্য ছিল, জানালেন হর্ষ বর্ধন শ্রিংলা

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ্য ছিল ৷ বিশেষত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি20 শীর্ষ সম্মেলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এই বিশাল কর্মকাণ্ডকে সফল করতে ৷ আর যারা এই বিশাল কর্মকাণ্ডের অংশ হয়েছেন, তাঁরাও এর সাফল্যের জন্য সমানভাবে কৃতিত্বের দাবিদার জানালেন জি20 শীর্ষ সম্মেলনের মুখ্য সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা ৷

তিনি বলেন, ‘‘আমরা নিশ্চিত করেছি যে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি ফলাফল-ভিত্তিক সফল সম্মেলন সম্ভব হয়েছে এবং আমরা যে এই সম্মেলন সফলভাবে পরিচালনা করেছি, তা সব দিক থেকেই স্পষ্ট ৷ দক্ষিণ বিশ্বের যে লক্ষ্য ছিল তা অর্জন করতে সফল হয়েছি ৷ আমরা দক্ষিণ বিশ্বের প্রয়োজনীয়তা এবং আশংকা তুলে ধরতে সক্ষম হয়েছি এই সম্মেলনে ৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়নকে জি20’র স্থায়ী সদস্য হিসেবে ঘোষণা করেছেন ৷ তার জন্যও আমরা গর্বিত ৷’’

শ্রিংলার কথা অনুযায়ী, ‘‘এটা প্রধানমন্ত্রী দৃষ্টিভঙ্গি ৷ আর তাঁর দৃষ্টিভঙ্গি বলে যে, আমরা যখন গণতন্ত্রের জননী হিসাবে এত বড় অনুষ্ঠানের আয়োজন করি, যা আমাদের দেশে আগে কখনও অনুষ্ঠিত হয়নি, তখন আমাদের এটিকে দিল্লির সীমানার বাইরে নিয়ে যেতে হবে ৷ এটা আমাদের সারা দেশে ছড়িয়ে দিতে হবে ৷ এবার আমরা আমাদের সভাপতিত্বে দায়িত্ব শেষ করব এই বছরের 30 নভেম্বর ৷ আমরা আমাদের দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 220টিরও বেশি সভা করেছি ৷’’

আরও পড়ুন:সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে 21 রানে হার বাংলাদেশের, এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে সাকিবরা

এর উদ্দেশ্য সম্পর্কে শ্রিংলা বলেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল ভারতের প্রতিটি স্তরের মানুষকে এই জি20 সম্মেলনের অংশীদার করা ৷ যাতে ভারতের প্রতিটি রাজ্যের মানুষ অনুভব করতে পারেন যে, তাঁরাও দেশে আয়োজিত এই বিশাল সম্মেলনের সমান অংশ ৷ আমি মনে করি এই ভাবনাটাই জি20 শীর্ষ সম্মেলনের সাফল্যের আসল কারণ ৷’’

Last Updated : Sep 10, 2023, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details