নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: জলবায়ু পরিবর্তন-সহ বিশ্বের সামনে বর্তমানে যে বিভিন্ন চ্যালেঞ্জ উঠে এসেছে, তা মোকাবিলা করার জন্য জি20 শীর্ষ সম্মেলনের মঞ্চকেই বেছে নিল বিশ্বের তাবড় নেতারা। শনিবার জরুরি প্রয়োজনের ভিত্তিতে একত্রিত হয়ে এই ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছে বিশ্বের শীর্ষ রাষ্ট্রনেতারা।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, অর্থনৈতিক সংকটের পর আন্তর্জাতিক বৃদ্ধি পুনরুদ্ধার করতে 15 বছর আগে জি20 নেতারা প্রথমবারের মতো একত্রিত হয়েছিলেন। তিনি বলেন, "আমরা এখন একটি বিশাল চ্যালেঞ্জের সময়ে একত্রিত হয়েছি । নেতৃত্ব প্রদানের জন্য বিশ্ব আবারও জি20-এর দিকেই তাকিয়ে আছে। একইসঙ্গে, আমি বিশ্বাস করি আমরা একত্রে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব ।"
ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, তাঁর দেশ জি20-এর সভাপতিত্বে থাকাকালীন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অবশ্যই বিশ্বব্যাপী গতিশীলতার জন্য একটি টাস্ক ফোর্স চালু করবে। তিনি এদিন বলেন, "আমরা 2025 সালে সিওপি 30-এ পৌঁছতে চাই । জলবায়ু অ্যাজেন্ডা, অভিযোজন, ক্ষতি এবং অর্থায়নের মধ্যে ভারসাম্য বজায় রাখা অন্যতম লক্ষ্য হওয়া উচিৎ ।" তাঁর আরও সংযোজন, ব্রাজিল সকলের উপর নির্ভর করবে যাতে, পৃথিবীর সৌন্দর্য্য কেবল মহাকাশ থেকে দেখা ছবি না-হয়ে থাকে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, "আমরা আনন্দিত জি20 আফ্রিকান ইউনিয়নকে গ্রুপিংয়ের সদস্য হিসেবে গ্রহণ করেছে। কোভিড-19 মহামারীর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী পুনর্গঠন কার্বন, জলবায়ু সহনশীল সমাজে রূপান্তরকে তরান্বিত করার একটি অনন্য সুযোগ উপস্থাপন করবে ।" তাঁর আরও সংযোজন, "উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো এই সংকটের জন্য ন্যূনতম দায় বহন করেও জলবায়ু পরিবর্তনের ধাক্কাও বহন করে চলেছে।"